এর আগেও দক্ষিণ কাশ্মীরে বহু সেনা অভিযানে অংশ নিয়েছে জুম৷ তাই সোমবার সকালে জঙ্গি তল্লাশিতে জুমকে পাঠাতে বেশি বার ভাবতে হয়নি সেনাকর্তাদের৷ সেনা আধিকারিকরা জানিয়েছেন জুম খুঁজে পেয়েছিল জঙ্গিদের অস্তিত্ব৷ সে তাদের দিকে আক্রমণ করে তেড়েও যায়৷ সে সময়েই জঙ্গিদের ছোড়া দু’টি গুলিতে গুরুতর আহত হয় সে৷
আরও পড়ুন : মাংস নয়, প্রিয় ছিল ডাল-ভাত, ৭৫ বয়সে চলে গেল কেরলের নিরামিষাশী কুমির 'বাবিয়া'
advertisement
আরও পড়ুন : রিপোর্টে ভুল হওয়ায় অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যু! ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় মহারাষ্ট্র
কিন্তু গুরুতর আহত হয়েও নিজের লক্ষ্যে ও কর্মে অবিচল ছিল জুম৷ তার সক্রিয়তার জন্যই লশকর-এ-তৈবার দুই জঙ্গিকে নিহত করা সম্ভব হয় বলে জানানো হয়েছে সেনা সূত্রে৷ অভিযানের পর ঘটনাস্থল থেকে জুমকে পাঠানো হয়েছে সেনাবাহিনীর পশু চিকিৎসার হাসপাতালে৷ সেখানেই আপাতত তার চিকিৎসা চলছে৷