আলিনগর কাইঞ্জরার রাজা কা তালের বাসিন্দা মহেশ নিশাদের ছেলে শিবম নিশাদ রবিবার মাঠে কাজ করতে গিয়েছিলেন। সেই সময় তার পা সাপের ওপর পড়ে। আতঙ্কিত হয়ে ওই যুবক সেখান থেকে পালিয়ে গ্রামে চলে যায়। গ্রামবাসীরা জানিয়েছেন, ওই যুবকের পিছু পিছু গ্রামে আসে সাপটি। যুবকের ঘরে পৌঁছে বিছানায় উঠে তাকে ছোবল মারে। ওই যুবকের পরিবারের লোকজন সাপটিকে মেরে ফেলে। সাপের কামড়ে ওই যুবকের অবস্থার অবনতি হতে শুরু করে। পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়।
advertisement
হাসপাতালে চার-পাঁচ ঘণ্টা কাটানোর পরে পরিবারের সকলে যখন বাড়ি ফেরে তখন সামনের দৃশ্য ছিল বলিউড সিনেমার মতো। অন্য একটি সাপ, মৃত সাপের কাছে বসেছিল। গুড়িয়া বলেন, সাপটি তার স্বামীকে আক্রমণ করতে না পারে, সেই আশঙ্কায় সাপটিকে মেরেছিলেন তিনি। এরপরই ফের অবনতি হতে শুরু করে শিবমের শরীরের। ওই যুবককে চিকিৎসার জন্য আগ্রার এসএন মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। চিকিৎসককে দেখানোর জন্য পরিবার সেই সাপের ছবিও নিয়ে যান।
শিবম কৃষিকাজের কাজ করতেন। শিবম নিষাদ ঘরে ঘুমোচ্ছিলেন। রোববার সকালে সাপটি হাতে ও পায়ে তিন জায়গায় কামড় দেয়। সাপের কামড়ে ওই যুবকের বাড়িতে বিশৃঙ্খলা দেখা দেয়। মৃত সাপের কাছে সাপের আগমনের ঘটনাকে মানুষ প্রতিশোধের গল্পের সঙ্গে জুড়ছে।
