পাঞ্জাবে লাভবান হতে পারে দল!-
প্রাক্তন WWE চ্যাম্পিয়ন খালির আসল নাম দলিপ সিং রানা। খালি একটা সময় পাঞ্জাব পুলিশে ছিলেন। তাঁর বিজেপিতে যোগ দেওয়ার পরে অনেকে মনে করছেন, পাঞ্জাবে বিজেপি লাভবান হতে পারে। যদিও খালি মূলত হিমাচল প্রদেশের। কিন্তু তিনি জলন্ধরে কন্টিনেন্টাল রেসলিং একাডেমি (CWE) চালান। এই একাডেমিতে খালি যুবকদের কুস্তির কৌশল শেখান বহুদিন ধরেই।
advertisement
আরও পড়ুন- খুলতে চলেছে স্কুল-কলেজ, হিজাব বিতর্কে সব নজর সোমবার
'প্রধানমন্ত্রীর কাজ দেখে বিজেপিতে যোগ দিয়েছি'-
দলের সদস্যপদ গ্রহণ করে খালি বলেছেন, তিনি বিজেপিতে যোগ দিয়ে গর্বিত অনুভব করছেন। তিনি বলেছেন, 'ডাব্লুডাব্লুই-তে আমার নাম এবং যশের অভাব ছিল না। কিন্তু দেশের প্রতি ভালবাসা আমাকে টেনে এনেছে। দেশের জন্য প্রধানমন্ত্রী মোদির কাজ দেখে আমি বিজেপিতে যোগ দিয়েছি। ভাবলাম দেশের অগ্রগতির এই যাত্রায় কেন আমিও সামিল হব না! তিনি আরও বলেন, 'বিজেপির নীতি ভারতকে এগিয়ে নিয়ে যাওয়া। এতে মুগ্ধ হয়ে আমি বিজেপিতে যোগ দিয়েছি। দল যেখানেই আমাকে দায়িত্ব দেবে, আমি তা পালন করার সর্বোচ্চ চেষ্টা করব।
আরও পড়ুন- উত্তরাখণ্ডের হোটেলে একটি বৈঠক, বঙ্গ BJP-র দুই দাপুটে নেতাকে নিয়ে তুঙ্গে জল্পনা
গত বছরের শুরুতে গ্রেট খালি এবং আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের বৈঠকের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এরপরই রাজনৈতিক জল্পনা-কল্পনার বাজার সরগরম হয়ে ওঠে। পাঞ্জাব নির্বাচনের আগে তিনি আম আদমি পার্টিতে যোগ দিতে পারেন বলে জল্পনা ছিল। তবে সেই জল্পনা শেষমেশ সত্যি হল না। খালির বিজেপিতে যোগ দেওয়া খবর অবশ্য আগে থেকে কেউ সেভাবে আন্দাজ করতে পারেনি। তবে খালিকে পেয়ে বিজিপে নেতারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।