Bengal Bjp: ভিন রাজ্যের হোটেলে একটি বৈঠক, বঙ্গ BJP-র দুই দাপুটে নেতাকে নিয়ে তুঙ্গে জল্পনা

Last Updated:

Bengal Bjp: যখন পুরভোটে লড়াই চালানোর চেষ্টা করছে গেরুয়া শিবির, ঠিক তখনই একটি বৈঠককে ঘিরে তুঙ্গে উঠেছে জল্পনা।

ছবি- প্রতীকী
ছবি- প্রতীকী
#উত্তরাখণ্ড: পুরভোটের আবহে তো বটেই, তার অনেক আগে থেকেই অন্দরের কোন্দলে জেরবার বঙ্গ বিজেপি। একের পর এক বিধায়কের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়া থেকে শুরু করে সায়ন্তন বসু, জয়প্রকাশ মজুমদার, রীতেশ তিওয়ারিদের মতো বিদ্রোহী নেতাদের অবস্থান। এবং অতি অবশ্যই মতুয়া মুখ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের একের পর এক বিস্ফোরক অভিযোগ। এমন পরিস্থিতিতে যখন পুরভোটে লড়াই চালানোর চেষ্টা করছে গেরুয়া শিবির, ঠিক তখনই একটি বৈঠককে ঘিরে তুঙ্গে উঠেছে জল্পনা।
জানা গিয়েছে, উত্তরাখণ্ডের রুদ্রপুরের এক হোটেলে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক তথা হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, দাপুটে নেতা হিসেবে পরিচিত লকেটকে দীর্ঘদিনই বাংলায় রাজনৈতিক কর্মসূচিতে দেখা যাচ্ছে না। যদিও হুগলির সাংসদ জানিয়েছেন, দল তাঁকে উত্তরাখণ্ডের দায়িত্ব দিয়েছে। তাই সেই রাজ্যের ভোট নিয়ে ব্যস্ত তিনি। কিন্তু এমন পরিস্থিতিতে 'বিক্ষুব্ধ' শান্তনু ঠাকুরের সঙ্গে তাঁর বৈঠক নতুন জল্পনার সৃষ্টি করেছেন।
advertisement
advertisement
প্রসঙ্গত, বঙ্গ বিজেপির বিদ্রোহী শিবিরের সঙ্গে একাধিক বার বৈঠক করেছেন শান্তনু ঠাকুর। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্য সংগঠনের দায়িত্বে থাকা সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে বারবার মুখ খুলতে দেখা গিয়েছে শান্তনুকে। যা বঙ্গ বিজেপি-র অস্বস্তি কয়েকগুণ বাড়ানো হয়েছে। এই আবহে লকেট-শান্তনু বৈঠক নতুন মাত্রা যোগ করল।
advertisement
এর আগে শান্তনু বলেছেন, ''আমাদের লক্ষ্য প্রধানমন্ত্রীজি ও বিজেপির হাতকে শক্ত করা। কিন্তু পশ্চিমবঙ্গে বর্তমানে যে কমিটি তৈরি হয়েছে, তাদের দলকে বৃহত্তর জায়গায় নিয়ে যাওয়ার কোনও উদ্দেশ্য নেই। উপরের নেতাদের ভুল বার্তা দিয়ে কমিটি তৈরি হয়েছে। বিজেপির আগামী দিনে যে বিপর্যয় হতে চলেছে আমরা সবাই মিলে তার মোকাবিলা করতে চাই।'' এই পরিস্থিতিতে শান্তনু-লকেট বৈঠক নিয়ে আলোড়ন পড়েছে গেরুয়া শিবিরের অন্দরেও।
বাংলা খবর/ খবর/দেশ/
Bengal Bjp: ভিন রাজ্যের হোটেলে একটি বৈঠক, বঙ্গ BJP-র দুই দাপুটে নেতাকে নিয়ে তুঙ্গে জল্পনা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement