আরও পড়ুন: ৭০ হাজারের iPhone, এত টাকা কোথা থেকে এলো? বাবার প্রশ্নে চরম অপমানিত ছেলে! তারপর যা হল…
এই ভিডিও ঘিরে ক্ষোভ ছড়ায় গোটা দেশে। কেরালা রাজ্যের শ্রম দপ্তর ও পুলিশ বিষয়টি তদন্তে নামে। তদন্তের পরে পুলিশ জানিয়েছে, ভিডিওটি ভুয়ো এবং ঘটনাটি সম্পূর্ণ সাজানো। মূলত ওই প্রতিষ্ঠানের এক প্রাক্তন ম্যানেজার, যিনি মালিকের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন, তিনি কয়েকজন নতুন প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীকে ব্যবহার করে এই ভিডিও তৈরি করেন।
advertisement
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ৪ মাস আগের এবং কেরালার কালুর সংলগ্ন পেরুম্বাভুর অঞ্চলের একটি মার্কেটিং ফার্মে ঘটেছে। ভিডিওটি ওই ম্যানেজার নিজে ভাইরাল করেন। দাবি করা হয় এটি প্রশিক্ষণের একটি অংশ। বর্তমানে ওই ম্যানেজার প্রতিষ্ঠান ছেড়ে দিয়েছেন।
অন্যদিকে সংস্থার অন্যান্য কর্মচারীরা পুলিশকে জানান, তাদের অফিসে কখনও এমন আচরণ করা হয়নি। তাঁরা জানান, এই ধরনের অত্যাচারের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বর্তমানে কেরালা সরকার বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে এবং ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে।