Mental Health Awareness India: ৭০ হাজারের iPhone, এত টাকা কোথা থেকে এলো? বাবার প্রশ্নে চরম অপমানিত ছেলে! তারপর যা হল...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Mental Health Awareness India: বেলগাঁওয়ে iPhone কেনা নিয়ে বাবার সঙ্গে তর্কের পর এক যুবক আত্মহত্যা করেন। অপরদিকে কোপাল জেলায় ঋণের চাপে এক কৃষক আত্মঘাতী হন, জানুন বিস্তারিত...
বেলগাঁও: কর্ণাটকের বেলগাঁওয়ের বৈভব নগরে মর্মান্তিক ঘটনা ঘটেছে। মাত্র ২৪ বছর বয়সী রশিদ শেখ আত্মহত্যা করেছেন বাবার সঙ্গে একটি iPhone কেনা নিয়ে তর্কের পর। জানা গেছে, রশিদ সম্প্রতি ৭০,০০০ টাকার একটি iPhone কিনেছিলেন। বাবার আপত্তিতে ক্ষুব্ধ হয়ে তিনি নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এই ঘটনায় এপিএমসি থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। রশিদের মানসিক অবস্থা এবং ঘটনার পূর্ববর্তী সময়ের আচরণ সম্পর্কে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে। স্থানীয়রা ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শিশুদের মানসিক স্বাস্থ্যের দিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।
advertisement
advertisement
অন্যদিকে, কর্ণাটকের কোপ্পাল জেলার টেঙ্গুন্টি গ্রামে আরেক মর্মান্তিক ঘটনা ঘটে। ঋণের বোঝায় ৪২ বছর বয়সী কৃষক শরনাপ্পা কাউডি আত্মহত্যা করেছেন। তিনি রেল ব্রিজে গলায় ফাঁস দেন। জানা গেছে, তিনি আইডিএফসি ব্যাংক থেকে ২.২৮ লক্ষ টাকা এবং ধর্মস্থল মঞ্জুনাথ গ্রামীণ উন্নয়ন গোষ্ঠী থেকে ১ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। কৃষিকাজে ক্ষতির কারণে ঋণ পরিশোধ করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েন।
advertisement
এই ঘটনার পর কৃষক আত্মহত্যার সমস্যা নিয়ে আবারও উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় নেতারা সরকারের কাছে কৃষকদের ঋণ মুকুবের দাবি জানিয়েছেন।
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 04, 2025 2:57 PM IST