Accident News: মর্মান্তিক দুর্ঘটনা! কুয়ো পরিষ্কার করতে নেমে ভয়ঙ্কর পরিস্থিতি, বিষাক্ত গ্যাসের শিকার ৮টি তাজা প্রাণ...

Last Updated:

Accident News: মধ্যপ্রদেশের খাণ্ডওয়া জেলার কুন্ডাওয়াত গ্রামে গঙ্গৌর উৎসবের সময় কুয়ো পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসের কারণে ৮ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রশাসন ঘটনার তদন্ত করছে এবং মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা সহায়তার ঘোষণা দিয়েছে।

মর্মান্তিক দুর্ঘটনা! কুয়ো পরিষ্কার করতে নেমে ভয়ঙ্কর পরিস্থিতি, বিষাক্ত গ্যাসের শিকার ৮টি তাজা প্রাণ...AI Image
মর্মান্তিক দুর্ঘটনা! কুয়ো পরিষ্কার করতে নেমে ভয়ঙ্কর পরিস্থিতি, বিষাক্ত গ্যাসের শিকার ৮টি তাজা প্রাণ...AI Image
খাণ্ডওয়া: মধ্যপ্রদেশের খাণ্ডওয়া জেলার ছৈগাঁওমাখন থানার অন্তর্গত কুন্ডাওয়াত গ্রামে গঙ্গৌর উৎসবের সময় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। উৎসব উপলক্ষে গ্রামবাসীরা একটি পুরনো কুয়ো পরিষ্কার করতে নামলে বিষাক্ত গ্যাসের কারণে ৮ জনের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, গঙ্গৌর মায়ের বিসর্জনের আগে গ্রামের পুরনো কুয়ো পরিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমে ৫ জন কুয়োর মধ্যে নামেন। কিন্তু তারা দীর্ঘ সময় পরেও ফিরে না আসায় আরও ৩ জন তাদের খোঁজে নিচে নামেন। দুর্ভাগ্যবশত, তারাও ফিরে আসেননি। সন্দেহ হওয়ায় গ্রামবাসীরা পুলিশকে খবর দেন।
advertisement
advertisement
ছৈগাঁওমাখন থানা পুলিশ, SDERF এবং হোমগার্ডের দল ঘটনাস্থলে পৌঁছে কুয়ো থেকে একে একে ৮ জনের মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহগুলোকে জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কুয়োর ভিতরে জমে থাকা বিষাক্ত গ্যাসই এই দুর্ঘটনার কারণ।
মৃতদের পরিচয় – বলিরাম আসারাম প্যাটেল (২৬), মোহন মনসারাম প্যাটেল (৫৫), অনিল আত্মারাম প্যাটেল (২৫) শরণ সুখরাম প্যাটেল (৩৫), গজানন্দ গোপাল প্যাটেল (৩২), রাকেশ হরি প্যাটেল (২২), অজয় মোহন প্যাটেল (২৭) এবং অষ্টম ব্যক্তি, অর্জুন।
advertisement
খাণ্ডওয়া জেলার কালেক্টর ঋষভ গুপ্ত দুর্ঘটনায় শোক প্রকাশ করে জানিয়েছেন, প্রত্যেক মৃতের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। এছাড়াও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ পরিষ্কার হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
advertisement
এ ঘটনা গোটা এলাকায় শোকের ছায়া ফেলেছে। একটি ধর্মীয় ও উৎসবমুখর পরিবেশে এমন দুর্ঘটনা সকলকেই নাড়া দিয়েছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Accident News: মর্মান্তিক দুর্ঘটনা! কুয়ো পরিষ্কার করতে নেমে ভয়ঙ্কর পরিস্থিতি, বিষাক্ত গ্যাসের শিকার ৮টি তাজা প্রাণ...
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement