সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গত ২৪ জুলাই ঘটেছে এই নৃশংস ঘটনা। বিহার মিলিটারি পুলিশ গ্রাউন্ডে বুদ্ধ গয়ায় হোম গার্ড নিয়োগের কার্যক্রম চলছিল। জানা গিয়েছে, শারীরিক সক্ষমতা (physical endurance test) পরীক্ষার সময়ই অজ্ঞান হয়ে যান তরুণী।
advertisement
পরীক্ষার আয়োজকরাই তাঁকে ঘটনাস্থলে উপস্থিত থাকা অ্যাম্বুলেন্সের মাধ্যমে দ্রুত হাসপাতালে পাঠানোর বন্দোবস্ত করেন। তরুণীর অভিযোগ, অজ্ঞান অবস্থায় অ্যাম্বুলেন্সের ভিতরে একাধিক ব্যক্তির দ্বারা ধর্ষিত হয়েছেন তিনি। ইতিমধ্যেই বুদ্ধ গয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তরুণী।
ঘটনায় সিট গঠন করে তদন্ত শুরু করেছে পুলিশ। একটি SIT এবং একটি ফরেনসিক দল তদন্ত মোতায়েন করা হয়েছে। FIR এর কয়েক ঘণ্টার মধ্যেই দু’জনকে গ্রেফতার করা করেছে পুলিশ। অ্যাম্বুল্যান্স চালক বিনয় কুমার এবং টেকনিশিয়ান অজিত কুমারকে গ্রেফতার করেছে পুলিশ। দুইজন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ থেকে গাড়ির রুট এবং সময়সূচি সমস্ত তথ্য রেকর্ড করা হয়েছে।