সম্প্রতি নেটমাধ্যমে দিল্লি মেট্রোর এক ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক যুগল মেট্রোতে বসেই একে অপরের মুখ থেকে নরম পানীয় দেওয়া-নেওয়া করছেন। সেই ভিডিওয় যুবতীকে মেট্রোর সিটে বসে থাকতে দেখা গিয়েছে। হাঁটুর উপর ভর করে মেট্রোর মেঝেতে বসে যুবক। দেখা গেল, একটি ক্যান থেকে পানীয় মুখে নিয়ে যুবক তাঁর প্রেমিকার মুখে ছুড়ে দিচ্ছেন। প্রেমিকাও একই ভাবে সেই পানীয় নিজের মুখ থেকে সোজা প্রেমিকের মুখে ছুড়ে দিচ্ছিলেন। প্রকাশ্যে অসংখ্য মেট্রো যাত্রীদের সামনেই এই কাজ চলতে থাকল তাঁদের।
advertisement
আরও পড়ুন: ছেলে অভিষেককে দশ গোল, বউমা ঐশ্বর্য্যও নেই ধারেকাছে, অমিতাভের প্রতি মাসে রোজগার আকাশ ছোঁওয়া
আরও পড়ুন: কবে বিয়ে করছেন মিমি? পাত্রটিই বা কে? পুজোর আগে বিয়ে নিয়ে মুখ খুললেন তারকা-সাংসদ
এই প্রথম নয়। অতীতেও দিল্লি মেট্রোতেও এ রকম ‘আজগুবি’ কাণ্ড মাঝেমধ্যেই ঘটতে থাকে। সেই যুগলের এই ভিডিও অনেকেই শেয়ার করেছেন। এক দিকে ট্রোলের বন্যা, অন্য দিকে তাঁদের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা। কেউ কেউ আবার সেই যুগলের রুচিবোধ নিয়েও প্রশ্ন তুলছে।
ন্যান্য যাত্রীদের অস্বস্তিতে ফেলে এমন কাজকর্ম আটকানোর জন্য দিল্লি মেট্রো রেল কর্পোরেশন নির্দেশিকা জারি করেছে। কিন্তু তার পরেও এ ধরনের ঘটনা আটকানো যাচ্ছে না।