মৃত্যুর আগে পুলিশের কাছে বয়ান দেয় মারুতি ৷ মারুতি জানায়, শুক্রবার গভীর রাতে তার ঘরে ঢোকে রাজেশ ৷ ঘুমন্ত অবস্থাতেই মারুতির গায়ে পেট্রোল ঢালে অভিযুক্ত ৷ তারপর মারুতির গায়ে জ্বলন্ত দেশলাই ফেলে পালিয়ে যায় ৷ কিন্তু পালানোর আগে তার মুখ দেখে ফেলে তরুণী ৷ মারুতি পুলিশকে আরও জানায়, প্রায়ই তাকে খুনের হুমকি দিত ওই যুবক ৷
advertisement
আরও পড়ুন - ইনস্টাগ্রামে ফলোয়ার নিয়ে বচসা, দিল্লিতে ছুড়ির কোপে নিহত ২ যুবক
পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে, মৃত মারুতি জারমুন্ডি থানার ভরতপুরের বাসিন্দা ৷ মামার বাড়িতে রাজেশের সঙ্গে পরিচয় হয় তার ৷ প্রেমের সম্পর্ক হয় দু'জনের মধ্যে ৷ কিন্তু অভিযুক্ত রাজেশ তার প্রাক্তন প্রেমিকাকে বিবাহ করতে চেয়েছিল ৷ ঘটনাটি মানতে নারাজ হয় মারুতি ৷ তাই মূলত প্রতিহিংসার জেরেই খুন করা হয়েছে তাকে ৷
আরও পড়ুন - টাকার জন্য বাবাকে খুন করল ছেলে! দিল্লির নৃশংস ঘটনায় তাজ্জব দেশ
ঘটনাটির তদন্ত করছে ভরতপুর থানার পুলিশ ৷ যত তাড়াতাড়ি সম্ভব অভিযুক্তের শাস্তির দাবি করেছে মারুতির পরিবার ৷ অভিযুক্ত রাজেশকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে ৷