জানা গিয়েছে, নির্যাতিতা তরুণী একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা ৷ কিছুদিন আগেে সোশ্যাল মিডিয়ায় ওই চিকিৎসকের সঙ্গে আলাপ হয় তাঁর ৷ বেশ কিছুদিন কথা বলার পর ভাল বন্ধুত্ব হয় দু'জনের ৷ তাই চিকিৎসকের সঙ্গে হাসপাতালেই দেখা করতে যান ওই তরুণী ৷ কিন্তুৃ সেখান থেকে তাকে হোস্টেলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় ৷
advertisement
আরও পড়ুন : বাজরার জমি থেকে উদ্ধার কিশোরীর নগ্ন দেহ ! মর্মান্তিক ঘটনায় তোলপাড় উত্তরপ্রদেশ
কোনও মতে নিজের প্রাণ বাঁচিয়ে পালান ওই তরুণী ৷ পরে পুলিশের কাছে অভিযোগ জানালে তদন্ত শুরু করে পুলিশ ৷ ইতিমধ্যেই ওই চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে ৷ যদিও অভিযুক্ত আরও ২ চিকিৎসকের এখনও পর্যন্ত কোনও খোঁজ পাওয়া যায়নি ৷
আরও পড়ুন : তোতলামি করায় বিপত্তি, ছুড়ির কোপে খুন হল এক দশম শ্রেনীর পড়ুয়া
এর আগেও উত্তরপ্রদেশের পিলভিটে গণধর্ষণ করা হয় এক দলিত কিশোরীকে ৷ প্রমান লোপাটের জন্য কিশোরীর গায়ে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা ৷ পরে হাসপাতালে মৃত্যু হয় ওই নির্যাতিতা তরুণীর ৷