TRENDING:

জলে ঢাকা গর্ত, মুম্বইয়ে মহিলা বাইকআরোহীকে পিষে দিয়ে গেল বাস

Last Updated:

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্যনগরী ৷ গতকালই মুম্বই সংলগ্ন পলঘর জেলার একটি জলপ্রপাতের ধারে পিকনিক করতে গিয়ে মৃত্যু হয়েছিল এক ব্যাক্তির ৷ রবিবার খোদ মুম্বইয়ের রাস্তায় মৃত্যু হল এক মহিলা বাইকআরোহীর ৷ ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের কল্যানের শিবাজী চক এলাকায় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্যনগরী ৷ গতকালই মুম্বই সংলগ্ন পলঘর জেলার একটি জলপ্রপাতের ধারে পিকনিক করতে গিয়ে মৃত্যু হয়েছিল এক ব্যাক্তির ৷ রবিবার খোদ মুম্বইয়ের রাস্তায় মৃত্যু হল এক মহিলা বাইকআরোহীর ৷ ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের কল্যানের শিবাজী চক এলাকায় ৷
advertisement

মণীষা ভোইর নামে ওই মহিলা থানের কল্যানের একটি স্কুলে শিক্ষকতা করেন ৷ গতকাল বিকেলে অন্য একজন আরোহীকে পিছনে বসিয়ে দরকারি কাজে বেরিয়েছিলেন তিনি ৷ সমস্ত রাস্তাই জলে ভরা ৷ শিবাজী চকের কাছে একটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে গোটা ঘটনাটি ৷

ফুটেজে দেখা যাচ্ছে, জলে ভরা রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছেন মণীষা ৷ পিছনে ছাতা মাথায় রয়েছেন আর এক আরোহী ৷ পাশ দিয়ে যাচ্ছিল একটি বাস ৷ হঠাৎই জলের নীচে লুকিয়ে থাকা রাস্তার খন্দের মধ্যে পড়ে যায় মণীষার বাইকটি ৷ ভারসাম্য হারিয়ে মণীষা ছিটকে পড়েন ৷ সঙ্গে সঙ্গে তাঁর উপর দিয়ে চলে যায় চলন্ত বাসটির চাকা ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ৷

advertisement

গত কয়েকদিনের বৃষ্টিতে কার্যত বেহাল অবস্থা মুম্বইয়ের ৷ একাধিক রাস্তা জলমগ্ন ৷ বিপর্যস্ত লোকাল ট্রেন, বাস পরিষেবাও ৷ শনিবার থেকে এখনও পর্যন্ত মুম্বইয়ের বিভিন্ন জায়গায় ১০০ মিলি মিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, ঝর্ণার ধারে পিকনিক করতে গিয়ে মৃত ১

বাংলা খবর/ খবর/দেশ/
জলে ঢাকা গর্ত, মুম্বইয়ে মহিলা বাইকআরোহীকে পিষে দিয়ে গেল বাস