TRENDING:

Wolf Attack : নেকড়ে আতঙ্কে তটস্থ উত্তর প্রদেশ, 'আলফা'কে ধরলেই কি সমস্যার সমাধান? জানুন কারণ

Last Updated:

বন্যপ্রাণী পার্কের ইনচার্জ ডক্টর অভিজিৎ পাভদে বলছিলেন, কেউ হয়তো আলফা নেকড়েটিকে আক্রমণ করেছিল৷ এরপরই বাকি নেকড়েরা নিরাপত্তার অভাব অনুভব করে এবং গ্রামের মানুষদের আক্রমণ শুরু করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বরেলি : উত্তর প্রদেশে এখন নতুন আতঙ্ক। দিনে হোক বা রাতে, নেকড়ের আক্রমণের ঘটনা প্রায় রোজই ঘটছে। সমস্যা সমাধানের উপায় কী? কী ভাবে নেকড়ের তাণ্ডব থেকে রক্ষা পাওয়া সম্ভব? সেটাই আপাতত বরেলির মানুষদের প্রধান বা মূল প্রশ্ন৷
আলফা নেকড়ে ধরলেই কি নেকড়ে আক্রমণ প্রতিহত করা সম্ভব?
আলফা নেকড়ে ধরলেই কি নেকড়ে আক্রমণ প্রতিহত করা সম্ভব?
advertisement

কিছুদিন আগেও ব্যাপারটা এতটা গুরুতর ছিল না৷ তবে ইদানীং নেকড়ের অত্যাচার এতটাই বেড়েছে, মুক্তির উপায় পেতে মরিয়া উত্তর প্রদেশের মানুষ৷ তবে নেকড়েদের এতটা হিংসাত্মক হওয়ার কারণ কী? কোন কারণে তারা বারবার গ্রাম বা শহরে ঢুকে পড়ছে? সেটাই চিন্তা বাড়িয়েছে বনকর্মীদের৷

আরও খবর : সাতসকালে মাঠে যাওয়ার পথে ঘাড়ে ঝাঁপিয়ে পড়ল…! নেকড়ে নয়…২ শিশু সহ ৭ জন গুরুতর জখম!

advertisement

আলফা নেকড়ে কে? এটিকে ধরতে পারলে আদৌ কি নেকড়ের আক্রমণ কমবে? নেকড়েদের শহর বা গ্রামে চলে আসার অন্যতম প্রধান কারণ বনভূমি ধ্বংস হয়ে যাওয়া৷ পর্যাপ্ত জায়গা ও খাবারের অভাবে নেকড়েরা গ্রামাঞ্চলে চলে আসছে৷ নেকড়ে সাধারণত মানুষকে আক্রমণ করে না। কিন্তু ইদানীং তাদের জনবসতিতে আক্রমণ যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে৷

বলা হয় যে কেউ যদি নেকড়ের পালকে আক্রমণ করে, তাহলে আলফা নেকড়ে (দলের নেতা) তার দল বা প্যাক-সহ প্রতিশোধ নিতে বের হয়। এবং আলফা নেকড়ে ধরা না হওয়া পর্যন্ত আক্রমণ চালাতেই থাকে। তাই দলের নেতাকে কোনও ভাবে ধরা সম্ভব হলে, নেকড়ের আক্রমণের সংখ্য়াও কমতে পারে৷

advertisement

আরও খবর : ক্লাসরুমে বসেই বিয়ারে চুমুক! স্কুলে জন্মদিন পালন ছাত্রীদের, কাণ্ড দেখে অবাক সকলে!

জঙ্গলে বাঘেদের সংখ্যা বৃদ্ধি, যা নেকড়েদের আরও বেশি আক্রমণাত্মক করে তুলছে। প্রশ্ন উঠতে পারে বাঘেদের সংখ্য়া বৃদ্ধির সঙ্গে নেকড়েদের আক্রমণাত্মক হওয়ার যোগসূত্র কোথায়৷ তবে একটু ভালো করে দেখলেই বোঝা যাবে বিষয়টি কতটা গুরুতর৷ জঙ্গলে নেকড়েদের শিকারে ভাগ বসাচ্ছে বাঘেরা৷ নেকড়েদের থেকে শক্তির দিক যারা অনেক বেশি শক্তিশালী৷ ফলে পর্যাপ্ত খাবারের অভাবে এবং নিজেদের বাঁচাতে গ্রামে ঢুকে পড়ছে নেকড়ের দল৷ এখানে অনেক সহজে ছাগল, ভেড়া, গরু শিকার করতে পারছে তারা৷ এবং সেই কাজ করতে গিয়েই অনেক সময় মানুষের সামনে এসে পড়ছে নেকড়েরা৷ সাম্প্রতিক ঘটনাগুলি তেমনই হয়েছে৷ শুধু ভেড়া বা ছাগল নয়, সুযোগ বুঝে মানব শিশুদেরও টার্গেট করছে নেকড়ের দল৷

advertisement

সমস্যা সমাধানের উপায় কী? আলফা নেকড়েটিকে ধরতে পারলে আদৌ সমস্যা মিটবে? এই প্রসঙ্গে বলতে গিয়ে ইজ্জত নগরের বন্যপ্রাণী পার্কের ইনচার্জ ডক্টর অভিজিৎ পাভদে বলছিলেন, কেউ হয়তো আলফা নেকড়েটিকে আক্রমণ করেছিল৷ আহত অবস্থায় এটি তার দলের কাছে ফিরে গিয়েছিল। দলের নেতা আহত হওয়ায় বাকি নেকড়েরা নিরাপত্তার অভাব অনুভব করে এবং গ্রামের মানুষদের আক্রমণ শুরু করে। অভিজিৎ পাভদের মতে সব নেকড়েকে ধরার প্রয়োজন নেই। শুধু আলফা নেকড়েটিকে ধরলেই সমস্যার সমাধান সম্ভব৷ .

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নেকড়েদের আক্রমণাত্মক হয়ে ওঠার জন্য বাঘেদের সংখ্য়া বৃদ্ধি ও খাবারের ঘাটতির কথাও জানিয়েছেন পাভদে৷ তাঁর মতে, মূলত এই দুই কারণের জন্যই নেকড়েরা জনবসতির দিকে বারবার চলে আসছে৷ সঙ্গে তাঁর পরামর্শ, রাতে বের হলে ড্রোন ক্যামেরা ব্যবহার করা এবং জোরে আওয়াজ করতে করতে পথে চলা৷

বাংলা খবর/ খবর/দেশ/
Wolf Attack : নেকড়ে আতঙ্কে তটস্থ উত্তর প্রদেশ, 'আলফা'কে ধরলেই কি সমস্যার সমাধান? জানুন কারণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল