Jackal Attack 7 Injured: সাতসকালে মাঠে যাওয়ার পথে ঘাড়ে ঝাঁপিয়ে পড়ল...! নেকড়ে নয়...২ শিশু সহ ৭ জন গুরুতর জখম!

Last Updated:

Jackal Attack 7 Injured: জেহানাবাদ থানা এলাকার সুসওয়ার ও পানসোলি গ্রামে এই হামলার ঘটনা ঘটে। যাতে পাঁচজন পুরুষ এবং নয় ও তিন বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়।

সাতসকালে মাঠে যাওয়ার পথে ঘাড়ে ঝাঁপিয়ে পড়ল...! নেকড়ে নয়...২ শিশু সহ ৭ জন গুরুতর জখম!
সাতসকালে মাঠে যাওয়ার পথে ঘাড়ে ঝাঁপিয়ে পড়ল...! নেকড়ে নয়...২ শিশু সহ ৭ জন গুরুতর জখম!
পিলভিট:  শনিবার জেলার জেহানাবাদ থানা এলাকার দুই গ্রামে শিয়ালের হামলায় ২ শিশু-সহ ৭ জন আহত হয়েছে। জেহানাবাদ থানা এলাকার সুসওয়ার ও পানসোলি গ্রামে এই হামলার ঘটনা ঘটে। যাতে পাঁচজন পুরুষ এবং নয় ও তিন বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়।
আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ডিভিশনাল ফরেস্ট অফিসার (ডিএফও) মনীশ সিং জানান,কয়েকজন গ্রামবাসী আগেই দাবি করেছিলেন নেকড়ের একটি দল আশেপাশে ঘোরাফেরা করছে। কিন্তু পরে জানা যায় নেকড়ে নয়, শিয়ালের কাজ!
advertisement
advertisement
বন আধিকারিকদের মতে, সকালে গ্রামবাসীরা মাঠে যাওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা এবং বন বিভাগের টিম ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত করে।
ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বন বিভাগ সতর্ক রয়েছেন, ডিএফও জানান। স্থানীয় সাংসদ জিতিন প্রসাদাও ফোনে ঘটনাটি নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
বাংলা খবর/ খবর/দেশ/
Jackal Attack 7 Injured: সাতসকালে মাঠে যাওয়ার পথে ঘাড়ে ঝাঁপিয়ে পড়ল...! নেকড়ে নয়...২ শিশু সহ ৭ জন গুরুতর জখম!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement