Jackal Attack 7 Injured: সাতসকালে মাঠে যাওয়ার পথে ঘাড়ে ঝাঁপিয়ে পড়ল...! নেকড়ে নয়...২ শিশু সহ ৭ জন গুরুতর জখম!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Jackal Attack 7 Injured: জেহানাবাদ থানা এলাকার সুসওয়ার ও পানসোলি গ্রামে এই হামলার ঘটনা ঘটে। যাতে পাঁচজন পুরুষ এবং নয় ও তিন বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়।
পিলভিট: শনিবার জেলার জেহানাবাদ থানা এলাকার দুই গ্রামে শিয়ালের হামলায় ২ শিশু-সহ ৭ জন আহত হয়েছে। জেহানাবাদ থানা এলাকার সুসওয়ার ও পানসোলি গ্রামে এই হামলার ঘটনা ঘটে। যাতে পাঁচজন পুরুষ এবং নয় ও তিন বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়।
আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ডিভিশনাল ফরেস্ট অফিসার (ডিএফও) মনীশ সিং জানান,কয়েকজন গ্রামবাসী আগেই দাবি করেছিলেন নেকড়ের একটি দল আশেপাশে ঘোরাফেরা করছে। কিন্তু পরে জানা যায় নেকড়ে নয়, শিয়ালের কাজ!
advertisement
advertisement
বন আধিকারিকদের মতে, সকালে গ্রামবাসীরা মাঠে যাওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা এবং বন বিভাগের টিম ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত করে।
ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বন বিভাগ সতর্ক রয়েছেন, ডিএফও জানান। স্থানীয় সাংসদ জিতিন প্রসাদাও ফোনে ঘটনাটি নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 08, 2024 9:39 AM IST