General Knowledge Story: পৃথিবীর একমাত্র পাখি, যেটির ডানা নেই! কোন পাখি? বলুন দেখি...উত্তর মিলিয়ে দেখুন
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Which Bird Has No Wings: পাখি মাত্রেই আমরা ধরে নিই তার ডানা আছে। রংবেরঙের পালকে ভাঁজ ফেলে আকাশে ওড়ে পাখি। সেই ওড়ার আকাঙ্ক্ষাতেই মানুষ ধার নিয়েছিল উড্ডয়ন বিদ্যা। যে বিজ্ঞান কাজে লাগিয়ে আকাশে মানুষ উড়িয়েছে বিমান! ভেসে চলেছে প্যারাগ্লাইডিংইয়েও।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তবে, এমনও পাখি আছে যারা উড়তে পাড়ে না। কিল পাখির বুকের হাড়ের একটি অংশ, তাদের ডানার সাথে সংযুক্ত। এটি উড্ডয়নের জন্য একটি অতি-গুরুত্বপূর্ণ পেশী, এতই গুরুত্বপূর্ণ যে প্লেন এবং জাহাজের গুরুত্বপূর্ণ "ব্যাকবোন" অংশগুলির জন্য কিলটি একটি শব্দ হিসাবেও ব্যবহৃত হয়! কিল ছাড়া ক্যাসোওয়ারী, উটপাখি এবং রিয়া জাতীয় পাখি উড়তে পারে না। কাকাপো পাখিও এই তালিকায় রয়েছে। এই পাখি দেখতে খুবই অদ্ভুত। এই পাখির অনেক ডানা আছে, কিন্তু সেগুলো দিয়ে উড়তে পারে না। তবে অন্যান্য পাখির তুলনায় তাদের নরম পালক রয়েছে।
advertisement