তবে আশ্বাস দিয়ে জানিয়েছেন, সংগ্রহে টিকা থাকবে না, এমন কোনও পরিস্থিতি তৈরি হতে দিতে চায় না সংস্থা। সেই কারণেই তিনি বলেছেন, "দেশের যখন দরকার হবে, তখন পর্যাপ্ত পরিমাণ টিকা পৌঁছে দিতে পারব না, এমন পরিস্থিতি যাতে না তৈরি হয়, সেদিকেও আমার নজর থাকবে। আাগামী ছ'মাস ধরে টিকা পৌঁছে দিতে পারছি না, কখনই এমন কোনও পরিস্থিতি তৈরি হবে না। তিনি বলেছেন, ২ কোটি থেকে ৩ কোটি স্পুটনিক লাইট টিকা মজুত করা থাকবে। যে মুহূর্তে আমরা ছাড়পত্র পাব, সেই মুহূর্ত থেকে বড় আকারের উৎপাদন শুরু হবে।
advertisement
আরও পড়ুন: 'লাল টুপি হল লাল সতর্কতা', গোরক্ষপুরে অখিলেশকে বিঁধে যোগী রাজ্যে ভোটের সুর চড়ালেন মোদি
ওমিক্রন আতঙ্ক গোটা পৃথিবীতেই ছড়িয়ে পড়েছে। পুনাওয়ালা মনে করছেন, এমনটা মনে করার কোনও কারণ নেই যে বর্তমান টিকাগুলি এই করোনা প্রজাতির উপর কাজ করবে না। তিনি বলেছেন, এটা মনে করার কোনও কারণ নেই যে আমরা ভারতীয়রা, যাঁরা দুটি টিকা পেয়েছি, তাঁরা যথেষ্ট সুরক্ষিত নন। ভারতীয় বিশেষজ্ঞরা বলেছেন, নিরাপত্তার পরিমাণ যথেষ্টই ভাল। ল্যাসেন্টের পরিসংখ্যান উল্লেখ করে তিনি বলেন, অ্যাস্ট্রাজেনেকা ঘোষণা করেছে, নতুন প্রজাতির ভাইরাসের রীপের বিরুদ্ধে টিকা ৮০ শতাংশ কার্যকর।
তিনি বলেছেন, মডার্না কেন য়থেষ্ট তথ্য হাতে না নিয়ে হঠাৎ করে টিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে, তা স্পষ্ট নয় তাঁরা কাছে। কয়েকদিন আগেই মডার্নার প্রেসিডেন্ট বলেছিলেন, নতুন প্রজাতির ভাইরাসের উপর টিকা ততটা কার্যকর নাও হতে পারে।