TRENDING:

Covid-19 Booster Dose: করোনায় আক্রান্ত? কতদিন পর নিতে পারবেন বুস্টার ডোজ?

Last Updated:

Corona Virus Booster Vaccination: করোনা ভ্যাক্সিনের দ্বিতীয় ডোজটি নেওয়ার ৯ মাস বা ৩৯ সপ্তাহ পরেই কিন্তু এই তৃতীয় বুস্টার ডোজটি নেওয়া যাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: গত ৩ জানুয়ারি থেকে ভারতে শুরু হয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ (Covid-19 Vaccination)। এরই সঙ্গে জাতীয় কোভিড ভ্যাক্সিনেশন উদ্যোগের অধীনে গত ১০ জানুয়ারি থেকে শুরু হয়েছে প্রিকশন ডোজের (Covid-19 Precaution Dose) টিকা দেওয়া। মূলত স্বাস্থ্যকর্মী, কোভিড মহামারীতে একেবারে সামনের সারিতে থেকে যারা লড়ছেন তারা এবং ষাটোর্ধ্ব মানুষ যাদের কোমর্বিডিটি রয়েছে তাদেরই এই প্রিকশন বা বুস্টার ডোজ (Booster Dose) দেওয়া হচ্ছে। করোনা ভ্যাক্সিনের তিন নম্বর ডোজ হিসেবে এই টিকা দেওয়া হচ্ছে তাদের।
করোনা টিকা নেওয়ার ফাইল ছবি।
করোনা টিকা নেওয়ার ফাইল ছবি।
advertisement

আরও পড়ুন- "স্কুল বন্ধ রেখে বেশি বিপদ ডেকে আনছেন" সরকারকে স্কুল খোলার আর্জি জানাল UNICEF

ফের বাড়তে থাকা করোনা সংক্রমণ এবং এই ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রোনকে (Omicron) যথাসম্ভব ঠেকাতে এই বুস্টার ডোজ কাজে আসবে বলেই ভরসা করা হচ্ছে। কিন্তু করোনা ভ্যাক্সিনের দ্বিতীয় ডোজটি নেওয়ার ৯ মাস বা ৩৯ সপ্তাহ পরেই এই তৃতীয় বুস্টার ডোজটি নেওয়া যাবে।

advertisement

প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল হওয়ার পরে আশঙ্কা ক্রমেই বাড়াচ্ছে সংক্রমণের তৃতীয় ঢেউ। গত চব্বিশ ঘণ্টায় দেশে নতুন করে ৩ লক্ষ ৩৭ হাজার করোনা সংক্রমণের খবর মিলেছে। সংক্রমণের পাশপাশি বেড়েছে মৃত্যুও৷ দেশে করোনাভাইরাসের কারণে একদিনে মৃত্যু হয়েছে ৪৮৮ জনের৷

আরও পড়ুন- দেশে গত ২৪ ঘণ্টায় ৩ লক্ষ ৩৭ হাজার নতুন করোনা আক্রান্ত, শীর্ষে মহারাষ্ট্র

advertisement

তাহলে যদি কোন ব্যক্তিকে প্রিকশন ডোজ নেওয়ার যোগ্য হন এবং তার এই মুহূর্তে করোনা সংক্রমণ হয়ে গিয়ে থাকলে কি তাকে এই বিশেষ প্রিকশন টিকা দেওয়া যেতে পারে? কত দিন সময় অবধি তবে এই টিকা নেওয়া যাবে? ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‌

যদি কোনও ব্যক্তির সার্স কোভি-২ সংক্রমণ হয় এবং পরীক্ষায় করোনা সংক্রমণ প্রমাণিত হয় তাহলে কেবলমাত্র প্রিকশন ডোজ নয়, করোনা ভ্যাক্সিনের প্রথম বা দ্বিতীয় যে কোনও ডোজই সম্পূর্ণ সেরে ওঠার তিন মাস পরেই দেওয়া হবে।

advertisement

ভারতে এখনও পর্যন্ত আটটি করোনা টিকার ব্যবহারের অনুমতি রয়েছে। এর মধ্যে কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড ছাড়াও জাইডাসের ZyCoVD, বায়োলজিক্যাল ই-র কোর্বিভ্যাক‍স, কোভোভ্যাক্স, ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍স্পুটনিক বি, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা রয়েছে।

এই পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ৮৮ হাজার ৮৮৪৷ সুস্থতার হার ৯৩.৩১ শতাংশ৷

বাংলা খবর/ খবর/দেশ/
Covid-19 Booster Dose: করোনায় আক্রান্ত? কতদিন পর নিতে পারবেন বুস্টার ডোজ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল