Coronavirus in India: গত ২৪ ঘণ্টায় দেশে ৩ লক্ষ ৩৭ হাজার নতুন করোনা আক্রান্ত, শীর্ষে মহারাষ্ট্র

Last Updated:

Coronavirus in India: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৩৭ হাজার ৭০৪ জন৷ শুক্রবার কর্ণাটকে আক্রান্তের সংখ্যা ৪৮,০৪৯৷ তবে দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্রই, সেখানে দৈনিক আক্রান্ত ৪৮ হাজার ২৭০ জন৷ সংক্রমণের পাশপাশি বেড়েছে মৃত্যুও৷ দেশে একদিনে মৃত্যু হয়েছে ৪৮৮ জনের৷

এ দিন রাজ্য স্বাস্থ্য কমিশনের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে৷ যার ফলে প্রায় অর্ধেক হয়ে গেল করোনা পরীক্ষার খরচ৷
এ দিন রাজ্য স্বাস্থ্য কমিশনের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে৷ যার ফলে প্রায় অর্ধেক হয়ে গেল করোনা পরীক্ষার খরচ৷
#নয়াদিল্লি:  করোনা (Coronavirus in India) উদ্বেগ অব্যাহত৷ গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৩৭ হাজার ৭০৪ জন৷ শুক্রবার কর্ণাটকে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৮,০৪৯৷ তবে দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্রই (Maharashtra)৷ সেখানে দৈনিক আক্রান্ত ৪৮ হাজার ২৭০ জন৷ সংক্রমণের পাশপাশি বেড়েছে মৃত্যুও৷ দেশে করোনাভাইরাসের কারণে একদিনে মৃত্যু হয়েছে ৪৮৮ জনের৷ এর মধ্যে মহারাষ্ট্রে মৃত ৫২, কর্ণাটকে (Karnataka) মৃত ২২৷
কখনও আলো তো কখনও অন্ধকার৷ দেশ জোড়া করোনা গ্রাফের ওঠা আর নামা সম্পূর্ণ স্বস্তি দিচ্ছে না কখনওই৷ সপ্তাহান্তের কোভিড গ্রাফ অনুযায়ী সংক্রমণ কমলেও বেড়েছে মৃত্যু৷ এই পর্যন্ত দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লক্ষ ৮৮ হাজার ৮৮৪-এ৷ সুস্থতার হার ৯৩.৩১ শতাংশ৷
দেশ জুড়ে উদ্বেগ বাড়াচ্ছে দক্ষিণী রাজ্য ৷ শুধু মাত্র বেঙ্গালুরুতেই আক্রান্ত ২৯, ০৬৮৷ কর্ণাটকে মোট সক্রিয় রোগীর বেশিরভাগ বেঙ্গালুরু থেকেই৷  তবে মহারাষ্ট্রে স্কুল খোলার তোড়জোড় শুরু করেছে সরকার৷ আগামী সপ্তাহ থেকেই মুম্বই-সহ মহারাষ্ট্রের সব স্কুল খুলে যাবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী৷ প্রস্তাব মেনে নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীও৷
advertisement
advertisement
আরও পড়ুন - প্রয়াত কিংবদন্তি ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক, ময়দানে শোকের ছায়া
এই মুহূর্তে দিল্লির করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে৷ স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সারা দেশের মোট আক্রান্তের তুলনায় রাজধানীর অবস্থা অনেকটাই ভাল৷ তবে সপ্তাহান্তে কার্ফু তুলে নেওয়ার ভাবনা থাকলেও, বাকি বিধিনিষেধ বহাল থাকছেই৷
আরও পড়ুন: জীবনের ঝুঁকি নিয়ে চলছে লোহাদহ ফেরিঘাট পারাপার, ব্রিজ নির্মানের দাবিতে সরব স্থানীয়রা
পাশাপাশি ওমিক্রন (OMICRON) উদ্বেগও রয়েছে৷ মৃত্যুহার কম হলেও এই স্ট্রেন যে উড়িয়ে দেওয়ার মতো নয় সে কথা বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখ্য বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন৷ ১০ হাজার পার করে ফেলেছে এই নয়া ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা৷ সুতরাং মাস্কের ব্যবহার এবং সামাজিক দূরত্ববিধি মেনে চলা আবশ্যিক প্রয়োজন৷ পাশাপাশি সমীক্ষায় এও উঠে আসছে যে শুধুমাত্র দুটি ভ্যাকসিন নয়৷ করোনার নতুন স্ট্রেন ওমিক্রনের প্রতিরোধ ক্ষমতা কমাতে বুস্টার ডোজও জরুরি৷ গবেষকদের মতে তিনটি ডোজ হলে তবেই টিকাকরণ সম্পূর্ণ হয়েছে বলা যাবে৷ তবে  তৃতীয় ঢেউ থেকে প্রায় মুক্তই শিশুরা৷
advertisement
ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রকের নজরে এসেছে ওমিক্রনেরই আরও এক ভ্যারিয়েন্ট৷ ব্রিটেনে এই ভ্যারিয়েন্টের ৪২৬টি কেস পাওয়া গিয়েছে৷ আশার কথা ভারতে এখনও এর সন্ধান মেলেনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Coronavirus in India: গত ২৪ ঘণ্টায় দেশে ৩ লক্ষ ৩৭ হাজার নতুন করোনা আক্রান্ত, শীর্ষে মহারাষ্ট্র
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement