School Education: "স্কুল বন্ধ রেখে বেশি বিপদ ডেকে আনছেন", এবার সরকারকে স্কুল খোলার আর্জি জানাল UNICEF
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
School Education: একটা প্রজন্মের শিশুদের মানসিক স্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে স্কুল বন্ধ থাকার পরিস্থিতি। এটা মানাই যায় না যে বার খোলা, রেস্তোরাঁ খোলা, জিম খোলা, কেবল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। বাচ্চাদের এক্ষুণি স্কুলে পাঠানো উচিত, বলছে ইউনিসেফ।
নয়া দিল্লি: প্রায় প্রায় ২ বছর ধরে একপ্রকার বন্ধই রয়েছে স্কুল-কলেজ। কেন করোনা মহামারির (COVID-19 Pandemic) ছড়িয়ে পড়া আটকাতে স্কুল-কলেজই বন্ধ, কেন বাকি সমস্ত কর্মসূচিতে এর প্রভাব নেই, এই নিয়ে বিতর্ক ছড়িয়েছে রাজনীতির অন্দর থেকে পাড়ার চায়ের দোকান সর্বত্রই। এরই মধ্যে ইউনিসেফ জানিয়েছে স্কুল বন্ধ রাখা যাবে না। সম্প্রতি UNICEF প্রকাশিত একটি ভিডিওতে তাঁরা বলেছেন, “স্কুল বন্ধ রেখে যে বিপদ হচ্ছে তা স্কুল খোলা রাখার চেয়ে ঢের বেশি।”
স্কুল (Schools in Lockdown) কেন খুলতেই হবে তার পক্ষে তিনটি যুক্তি দিয়েছেন কর্মকর্তারা। এক, শেখাতে ভীষণ ফাঁকি পড়ে যাচ্ছে শিশুদের। যা শিখেছিল, যেটুকুও পড়তে পারত, তাতে ব্যবধান বেড়ে যাওয়ায় শেখাটুকু ভুলেই গিয়েছে অনেকে। অনেক পড়ুয়ার ক্ষেত্রেই অঙ্ক শেখার এক ভয়ঙ্কর ভীতিও তৈরি হচ্ছে স্কুলে না যেতে যেতে।
advertisement
advertisement
দুই, দারিদ্র দূরীকরণে শিক্ষা হচ্ছে গুরুত্বপূর্ণ অস্ত্র। যে পড়ুয়ারা স্কুলে যেতে পারছে না তারা এই দারিদ্রের চক্রব্যুহ থেকে না তো নিজেরা আর বেরা হতে পারবে , না তো তাদের আগামী প্রজন্ম বার হতে পারবে।
তিন, একটা গোটা প্রজন্মের শিশুদের মানসিক স্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে স্কুল বন্ধ থাকাটা। এটা মানাই যায় না যে বার খোলা, রেস্তরাঁ খোলা, জিম খোলা, কেবল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। বাচ্চাদের এক্ষুণি স্কুলে পাঠানো উচিত।
advertisement
ইউনিসেফের একটি সমীক্ষা অনুযায়ী, ৫ থেকে ১৩ বছর বয়সী পড়ুয়াদের অভিভাবকদের ৭৬ শতাংশ এবং ১৪ থেকে ১৮ বছর বয়সী পড়ুয়াদের অভিভাবকদের ৮০ শতাংশই মনে করেছেন, এই লকডাউনে স্কুল বন্ধ থাকায় তাদের সন্তানরা লেখাপড়া থেকে প্রভূত পরিমাণে পিছিয়ে গিয়েছে। পাশাপাশি বাড়িতে বা কোথাও ইন্টারনেট ও স্মার্টফোনটুকুও নেই যে অনলাইন ক্লাস করা যাবে, এমন শিশুর সংখ্যা অনেক।
advertisement
ইউনেসকো এবং বিশ্ব ব্যাঙ্কের সঙ্গে মিলিত একটি সমীক্ষায় ইউনিসেফ দেখিয়েছে, এই করোনা অতিমারির প্রভাবে দু'বছর পড়াশোনা বন্ধ থাকায় অদূর ভবিষ্যতেই এই প্রজন্মের পড়ুয়াদের উপার্জনে কতটা ক্ষতি হতে পারে। চাকরি ও উপার্জনক্ষেত্রে অন্তত ১৭ ট্রিলিয়ন ডলারের ক্ষতি হবে শুধু স্কুলে না যাওয়াতে!
view commentsLocation :
First Published :
January 21, 2022 2:32 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
School Education: "স্কুল বন্ধ রেখে বেশি বিপদ ডেকে আনছেন", এবার সরকারকে স্কুল খোলার আর্জি জানাল UNICEF