গত কয়েকদিন ধরে মুকুল রায়কে নিয়ে ফের তোলপাড় বঙ্গ রাজনীতিতে৷ হঠাৎ করেই তাঁর নিরুদ্দেশ হয়ে যাওয়া, তারপর দিল্লিতে তাঁর দেখা পাওয়া৷ সব নিয়েই জটিল হয়েছে রাজ্য রাজনীতি৷
সংবাদ মাধ্যমের সামনে তিনি অবশ্য দাবি করেছেন, ''বিজেপি করব। দল চাইলে আমাকে দিয়ে কাজ করাতে পারে। পঞ্চায়েত নির্বাচনে কাজ করতে ইচ্ছুক। বাংলায় যা চলছে, তা মোটেই ভাল নয়।''পাশাপাশি, স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘‘তিনি বিজেপিতে ছিলেন, বিজেপিতেই থাকবেন৷’’
advertisement
যদিও এর আগেও মুকুল রায় বেশকিছু বার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন, কৃষ্ণনগরে যদি ভোট হয় তাহলে বিজেপি জিতবে। তখনও অস্বস্তিতে পড়েছিল কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। মুকুল রায় যে অসুস্থ, সেটা বারে বারে এর আগে বিভিন্ন সূত্র মারফত উঠে এসেছে। তবে এবার হঠাৎ করে চলে গিয়ে দিল্লিবাসী মুকুল রায়। আবার যোগ দিতে চাইছেন বিজেপিতে। তাতেই যথেষ্ট বিড়ম্বনায় রয়েছে দিলীপ শিবির।