TRENDING:

West Bengal-Tripura Train: রেলপথে ফের যোগাযোগ শুরু হচ্ছে বাংলা-ত্রিপুরার

Last Updated:

রেলপথে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ শুরু হচ্ছে দিল্লি, বেঙ্গালুরু, দেওঘরের। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: রেলপথে ফের যোগাযোগ শুরু পশ্চিমবঙ্গের সাথে ত্রিপুরার ৷ বন্যার দুর্যোগ সামলে ফের চালু হচ্ছে যাত্রীবাহী রেল পরিষেবা ৷ উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে লামডিং-বদরপুর সেকশনে যাত্রীবাহী ট্রেনের পরিষেবা পুনরায় শুরু হতে চলেছে (West Bengal-Tripura Train)।
রেলপথে ফের যোগাযোগ শুরু হচ্ছে বাংলা-ত্রিপুরার
রেলপথে ফের যোগাযোগ শুরু হচ্ছে বাংলা-ত্রিপুরার
advertisement

প্রসঙ্গত, লামডিং ডিভিশনের এই সেকশন অর্থাৎ বদরপুর সেকশনে বহু স্থানে বন্যার কারণে ক্ষতি হওয়ায় ট্রেন পরিষেবা বাতিল করা হয়েছিল। এই সব ক্ষতিগ্রস্ত এলাকায় ট্রেন পরিষেবা স্বাভাবিক করার জন্য রেলওয়ে আধিকারিক ও কর্মীরা দিন রাত, ২৪ ঘণ্টা কাজ করে চলছিলেন৷ এর ফলে মণিপুর, ত্রিপুরা, মিজোরাম ও বরাক উপত্যকার একাধিক অঞ্চলে অত্যাবশকীয় পণ্য সামগ্রী পাঠানো সম্ভব হচ্ছে। ইতিমধ্যেই ১২ জুলাই থেকে এই সেকশনে পণ্য পরিবহণের জন্য ট্রেন চালানো সম্ভব হয়েছে। এবার শুরু করা হবে যাত্রীবাহী ট্রেন চলাচল।

advertisement

আরও পড়ুন- ধনখড়ের ইস্তফা গ্রহণ রাষ্ট্রপতির, মণিপুরের রাজ্যপালকে দেওয়া হল বাংলার অতিরিক্ত দায়িত্ব!

যে সব গুরুত্বপূর্ণ ট্রেন যাতায়াত করা শুরু হচ্ছে তা হল, শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এটি আগামী ২২ জুলাই থেকে চলাচল করবে। আগরতলা-শিয়ালদহ এক্সপ্রেস আগামী ২৩ জুলাই থেকে যাত্রা শুরু করবে৷ শিলচর-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ২৫ জুলাই থেকে যাত্রা শুরু করবে। শিয়ালদহ থেকে শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগামী ২৩ জুলাই থেকে যাত্রা শুরু করবে। এ ছাড়া আগরতলা-বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট  আগামী ৬ অগাস্ট থেকে। বেঙ্গালুরু-আগরতলা ক্যান্টনমেন্ট আগামী ৯ অগাস্ট থেকে যাত্রা শুরু করবে। এ ছাড়া ধাপে ধাপে চালু হবে গুয়াহাটি-শিলচর, আগরতলা-দেওঘর, নিউ তিনসুকিয়া-শিলচর, কোয়েম্বাতুর-শিলচর, ফিরোজপুর ক্যান্টনমেন্ট থেকে আগরতলা, আগরতলা-আনন্দ বিহার টার্মিনাল, তিরুঅনন্তপুরম সেন্ট্রাল-শিলচর, শিলচর-নিউ দিল্লি এক্সপ্রেস ৷ এগুলো সবই ২৩,২৪,২৫ জুলাই থেকে যাত্রা শুরু করতে চলেছে।

advertisement

আরও পড়ুন- রাশিফল ১৮ জুলাই; দেখে নিন কেমন যাবে আজকের দিন

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এ ছাড়া দিল্লির সঙ্গে যোগাযোগের ট্রেন চালু হচ্ছে আগামী ১ অগাস্ট থেকেই ৷ অন্যদিকে গুয়াহাটি-বদরপুর-গুয়াহাটি ট্যুরিস্ট এক্সপ্রেস চালু হচ্ছে আগামী ৩০ জুলাই থেকে। উত্তর-পূর্ব ভারতে যাতায়াতের অন্যতম মাধ্যম হল রেল যোগাযোগ ব্যবস্থা। বন্যার কারণে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাতায়াত করতে ভীষণ অসুবিধার মুখে পড়তে হয়েছিল যাত্রীদের ৷ এ ছাড়া বিমানের টিকিটের দাম এতটাই চড়া ছিল, যে তা সকলের পক্ষে যাতায়াত করা সম্ভব ছিল না। অবশেষে রেল যোগাযোগ ব্যবস্থা চালু হওয়ার খবরে স্বস্তিবোধ করছেন উত্তর পূর্ব ভারতের রাজ্যের বাসিন্দারা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
West Bengal-Tripura Train: রেলপথে ফের যোগাযোগ শুরু হচ্ছে বাংলা-ত্রিপুরার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল