West Bengal Governor: ধনখড়ের ইস্তফা গ্রহণ রাষ্ট্রপতির, মণিপুরের রাজ্যপালকে দেওয়া হল বাংলার অতিরিক্ত দায়িত্ব!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
West Bengal Governor: এনডিএ শিবিরের উপরাষ্ট্রপতি পদের প্রার্থী হয়েছেন জগদীপ ধনখড়। সোমবারই এই পদের জন্য মনোনয়ন পেশ করবেন তিনি। নিয়মমতো তার আগে রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিলেন।
এনডিএ শিবিরের উপরাষ্ট্রপতি (Vice President Candidate) পদের প্রার্থী হয়েছেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। সোমবারই এই পদের জন্য মনোনয়ন পেশ করবেন তিনি। নিয়মমতো তার আগে রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিলেন। কেশরীনাথ ত্রিপাঠীর রাজ্যপাল পদে মেয়াদ শেষ হওয়ার পর ২০১৯ সালে এ রাজ্যের রাজ্যপাল পদে তাঁকে মনোনীত করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এরপর গত চার বছরে বারবার সংঘাতের ছবি দেখা গিয়েছে রাজ্যের শাসক দল ও রাজ্যপালের মধ্যে (West Bengal Governor)।
advertisement
advertisement
শনিবার ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রধান জেপি নাড্ডা উপ রাষ্ট্রপতি পদে এনডিএ-এর প্রার্থী হিসেবে জগদীপ ধনখড়ের নাম ঘোষণা করার পরেই ইস্তফার সিদ্ধান্ত নেন তিনি। তাঁর ইস্তফা গ্রহণ করে আপাতত স্থায়ী ব্যবস্থা না হওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব পালনের জন্য মণিপুরের গভর্নর লা গণেশনকে (Manipur Governor, La Ganesan) নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি।
advertisement
অন্যদিকে, এনডিএ-র পর আজ রবিবারই উপরাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম ঘোষণা করেন বিরোধীরা। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও রাজস্থানের প্রাক্তন রাজ্যপাল মার্গারেট আলভাকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণা করেছে বিরোধী শিবির। এনসিপি প্রধান শরদ পওয়ার রবিবার এই ঘোষণা করেছেন। উপরাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম ঠিক করতে বৈঠকে বসেছিলেন ১৭টি বিরোধী দল। তবে এই বৈঠকে উপস্থিত ছিল না তৃণমূল এবং আম আদমি পার্টির কোনও প্রতিনিধি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 17, 2022 11:36 PM IST