কেন্দ্রীয় নেতৃত্ব যে ৪০ জনের নামের তালিকা প্রকাশ করেছে তাতে বাংলার কয়েকজন পদ্ম নেতাও রয়েছেন, যাঁরা পর্যায়ক্রমে ত্রিপুরা গিয়ে ভোটের প্রচারে অংশ নেবেন। আজ শুক্রবার, বাংলার পদ্ম নেতাদের প্রচার কর্মসূচি রয়েছে ত্রিপুরায়। তালিকায় শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা ত্রিপুরা বিজেপির দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন। তারকা প্রচারকদের তালিকায় লকেট চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তীর মতো নেতারাও রয়েছেন।
advertisement
এ রাজ্যের বিরোধী দলীয়তা শুভেন্দু অধিকারীর আজ ত্রিপুরায় দু'টি জনসভা রয়েছে। প্রথমটি কমালাসাগর এবং দ্বিতীয়টি তেলিয়ামুরাতে। দিলীপ ঘোষও অংশ নেবেন পৃথক দু'টি জনসভায়। প্রথমটি দক্ষিণ ত্রিপুরার শান্তি বাজারে। তারপর উত্তর ত্রিপুরার বিশালগড়ে। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ত্রিপুরার মাটিতে একাধিক মেগা প্রচার কর্মসূচিতে একে একে অংশ নেবেন বাংলার নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর সহ বঙ্গ বিজেপির অন্যান্য নেতারা।
আরও পড়ুন: লক্ষ্য মেদিনীপুর ও ঘাটাল লোকসভা, আগামিকাল আনন্দপুরে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
বছর দশেক আগেও উত্তর-পূর্বের রাজ্য ত্রিপুরায় বিজেপির বিশেষ অস্তিত্ব ছিল না। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে বামেদের ২৩ বছরের শাসনের অবসান ঘটায় গেরুয়া শিবির। তারপর মুখ্যমন্ত্রী হন বিজেপি নেতা বিপ্লব দেব। কয়েক বছরেই অবশ্য পালাবদল হয়। বর্তমানে বিজেপি নেতা মানিক সাহার হাতেই রয়েছে রাজ্যের ব্যাটন। আসন্ন বিধানসভা নির্বাচনের দায়িত্বও মানিক সাহার উপর দিয়েছে গেরুয়া শিবির। তিনি সেই দায়িত্ব পালনে কতটা সফল হন, রাজ্যের দখল ধরে রাখতে পারেন কিনা, সেটাই দেখার।
আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। তার আগে রীতিমতো ভোটের উত্তাপে তাতছে দেশের উত্তর-পূর্বের এই রাজ্য। কোমর বেঁধে শেষ দফার প্রচার পর্ব চালিয়ে যাচ্ছে শাসকদল বিজেপি। পিছিয়ে নেই বাম, কংগ্রেস বা ত্রিপুরা তৃণমূলও। তৃণমূলের হয়ে ত্রিপুরাতে ভোট প্রচারে যাবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।