TRENDING:

Waynad landslide update: ওয়ানাডের ধসে মৃতের সংখ্যা বেড়ে ৮৯! বিজয়নের সঙ্গে কথা মোদির, কাল যাচ্ছেন রাহুল-প্রিয়াঙ্কা

Last Updated:

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কেরল সরকারকে উদ্ধারকাজে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওয়ানাড: কেরলের ওয়ানাডে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বেড়ে হল ৮৯৷ প্রাকৃতিক এই বিপর্যয়ে আহতের সংখ্যা শতাধিক৷ এখনও বহু মানুষ কাদা মাটির নীচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে৷
ধসে বিপর্যস্ত ওয়ানাডের পার্বত্য এলাকা৷ ছবি- পিটিআই
ধসে বিপর্যস্ত ওয়ানাডের পার্বত্য এলাকা৷ ছবি- পিটিআই
advertisement

ওয়ানাডের মেপাড্ডিতে এ দিন ভোর রাতে এই ধস নামে৷ ঘুমের মধ্যেই ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে মৃত্যু হয় অধিকাংশ মানুষের৷ মৃতদের মধ্যে অনেক শিশু এবং মহি্লাও রয়েছে৷ ইতিমধ্যেই উদ্ধারকাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)৷ এ ছাড়াও উদ্ধারকাজে সাহায্য করছে সেনাবাহিনী৷ উদ্ধারকাজে নামানো হয়েছে সেনা কপ্টারও৷

মাটির নীচে মানুষ চাপা পড়ে আছে কি না তা খুঁজে বের করতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরকে ওয়ানাডে নিয়ে যাওয়া হচ্ছে৷

advertisement

এই বিপর্যয়ের পর কেরলে দু দিনের সরকারি শোক ঘোষণা করা হয়েছে৷

আরও পড়ুন: আটার রুটিই খাচ্ছেন তো? উত্তর প্রদেশের কারখানায় যা মিলল, তাজ্জব সরকারি কর্তারাও

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কেরল সরকারকে উদ্ধারকাজে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি৷ আগামিকালই ওয়ানাড যাচ্ছেন রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি৷ কেরলের মুখ্যমন্ত্রী এবং ওয়ানাডের জেলাশাসকের সঙ্গেও কথা বলেছেন রাহুল গান্ধি৷ মৃতদের পরিবার এবং আহতদের চিকিৎসায় আর্থিক সাহায্যের ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর দফতর৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামের মেয়ে রজনী বাউরি, বাঁকা কথা উড়িয়েছেন ড্রিবল করে,পায়ে বল স্বপ্ন দেশের হয়ে খেলার
আরও দেখুন

এই পরিস্থিতির মধ্যেই কেরলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর৷ কেরলের আটটি জেলায় অতিরিক্ত বৃষ্টির পূর্বাভাস দিয়ে লাল সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর৷ এই আটটি জেলার মধ্যে রয়েছে ওয়ানাডও৷ ফলে উদ্ধারকাজের মধ্যেই নতুন করে বৃষ্টি শুরু হলে পরিস্থিতি আরও জটিল আকার নিতে পারে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Waynad landslide update: ওয়ানাডের ধসে মৃতের সংখ্যা বেড়ে ৮৯! বিজয়নের সঙ্গে কথা মোদির, কাল যাচ্ছেন রাহুল-প্রিয়াঙ্কা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল