TRENDING:

Tik Tok ভিডিও তৈরির সময় WWE কুস্তিগিরের ঢঙে ভাইকে ব্যাপক মার বোনের, দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

সামনেই রাখি তার আগে ভাইকে মার এ কেমন ভারতীয় সংস্কৃতির ছবি !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আর কয়েক দিন, এবার ১৫ অগাস্ট শুধু ভারতের স্বাধীনতা দিবস নয় ৷ এটা রাখিরও দিন ৷ এই দিন প্রতিটা বোন নিজের ভাইয়ের হাতে পবিত্র রাখি বাঁধেন ৷ সেই রাখি যা একটা সুতো নয় এটা একটা অঙ্গীকার ৷ ভাই যেন সব আপদবিপদ থেকে বোনকে রক্ষা করে রাখির পবিত্র সুতোয় বাঁধা হয়ে যায় সেই অঙ্গীকারও ৷ সামজিক এই বৃত্ত থেকে ছাড়িয়ে রাখি এখন দেশের বিভিন্ন প্রান্তে উৎসব ৷ এইরকম উৎসবের আগে Tik Tok  -র একটি ভিডিও এখন ভাইরাল ৷
advertisement

যাতে দেখা যাচ্ছে বোন তার ভাইকে WWE -র ঢঙে ব্যাপক মারছে ৷ ১২ অগাস্ট থেকে শুরু হবে WWE Summerslam ৷ তাই এই টুর্নামেন্টের ফ্যানরা মজে রয়েছেন এতেই ৷ এই ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে লাফিয়ে উঠে ভাইকে নাস্তানাবুদ করে দিচ্ছেন বোন ৷ ফেসবুক, ট্যুইটারের পর Tik Tok এখন ভারতে অন্যতম পপুলার সোশ্যাল মিডিয়া ৷ আর সেটাই ব্যবহার করে পপুলার হচ্ছেন তরুণরা ৷ এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷ তবে এ কেমন ভাই-বোনের সম্পর্ক তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই , যাতে পারস্পরিক খুনসুটি থাকতে পারে কিন্তু একী ভারতীয় সংস্কৃতি ৷

advertisement

আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
Tik Tok ভিডিও তৈরির সময় WWE কুস্তিগিরের ঢঙে ভাইকে ব্যাপক মার বোনের, দেখুন ভাইরাল ভিডিও