TRENDING:

Chandrayaan 3: চাঁদ থেকে এল টাটকা ভিডিও! দেখুন কেমন করে বিক্রমের পেট থেকে বেরিয়ে অভিযানে নামল প্রজ্ঞান

Last Updated:

ভিডিওটি পোস্ট করে লেখা হয়েছে, ‘সব কাজকর্ম সময় অনুযায়ীই চলছে৷ সমস্ত সিস্টেমই নরম্যাল আছে৷ ল্যান্ডার মডিউলের ILSA, RAMBHA এবং ChaSTE কে সক্রিয় করা হয়েছে৷ রোভারও চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে ফেলেছে৷ প্রোপালশন মডিউলেক SHAPE পে লোড-কে রবিবার সক্রিয় করা হয়েছে৷’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: সেই মুহূর্ত৷ সেই ছবি৷ ঠিক যখন, ল্যান্ডার ‘বিক্রম’-এর পেট থেকে ধীরে ধীরে বেরিয়ে এসে চন্দ্রপৃষ্ঠে প্রথম পা রাখল রোভার ‘প্রজ্ঞান’, তার পর এগিয়ে গেল নতুন অভিযানে৷ এবার সেই মুহূর্তের ভিডিও প্রকাশ্যে আনল ইসরো৷ প্রকাশ করা হল ইসরোর অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলে৷
advertisement

এছাড়াও, গত ২৩ অগাস্ট চাঁদের মাটি ছোঁয়ার ঠিক আগের মুহূর্তের ভিডিওটিও শেয়ার করেছে ভারতের মহাকাশ গবেষণাকারী সংস্থা৷ ভিডিওটি ল্যান্ডার ‘বিক্রমে’র ইমেজার ক্যামেরা মারফত উঠেছে বলে জানিয়েছে ইসরো৷

আরও পড়ুন: চাঁদের মাটিতে সরাসরি প্রস্রাব করলেই… ঘটবে এই অদ্ভুতুড়ে ঘটনা, বলছেন খোদ বিজ্ঞানীরাই

ভিডিওটি পোস্ট করে লেখা হয়েছে, ‘সব কাজকর্ম সময় অনুযায়ীই চলছে৷ সমস্ত সিস্টেমই নরম্যাল আছে৷ ল্যান্ডার মডিউলের ILSA, RAMBHA এবং ChaSTE কে সক্রিয় করা হয়েছে৷ রোভারও চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে ফেলেছে৷ প্রোপালশন মডিউলেক SHAPE পে লোড-কে রবিবার সক্রিয় করা হয়েছে৷’

advertisement

আরও পড়ুন: ক্যাম্পাসে এবার র‍্যাগিং রুখবে ISRO! সরাসরি ‘ব্যবস্থা’ করলেন রাজ্যপাল, যাদবপুরের উপাচার্যকেও নির্দেশ

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

গত ২৩ অগাস্ট ভারতীয় সময় সন্ধে ৬ টা বেজে ৪ মিনিটে চাঁদের মাটিতে সফল ভাবে অবতরণ করে চন্দ্রযান ৩ এর ল্যান্ডার বিক্রম৷ এরপরে কিছুক্ষণ বিশ্রাম৷ তারপরে চাঁদে ভোর হতেই বিক্রমের ভিতর থেকে বেরিয়ে আসে রোভার ‘প্রজ্ঞান’৷ আগামী ১৪ দিন তাঁদে চন্দ্রদিন থাকা অবস্থায় সূর্যালোকের শক্তিতে বলিয়ান হয়ে চাঁদের বিভিন্ন নমুনা সংগ্রহ করে এই প্রজ্ঞান৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Chandrayaan 3: চাঁদ থেকে এল টাটকা ভিডিও! দেখুন কেমন করে বিক্রমের পেট থেকে বেরিয়ে অভিযানে নামল প্রজ্ঞান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল