এছাড়াও, গত ২৩ অগাস্ট চাঁদের মাটি ছোঁয়ার ঠিক আগের মুহূর্তের ভিডিওটিও শেয়ার করেছে ভারতের মহাকাশ গবেষণাকারী সংস্থা৷ ভিডিওটি ল্যান্ডার ‘বিক্রমে’র ইমেজার ক্যামেরা মারফত উঠেছে বলে জানিয়েছে ইসরো৷
আরও পড়ুন: চাঁদের মাটিতে সরাসরি প্রস্রাব করলেই… ঘটবে এই অদ্ভুতুড়ে ঘটনা, বলছেন খোদ বিজ্ঞানীরাই
ভিডিওটি পোস্ট করে লেখা হয়েছে, ‘সব কাজকর্ম সময় অনুযায়ীই চলছে৷ সমস্ত সিস্টেমই নরম্যাল আছে৷ ল্যান্ডার মডিউলের ILSA, RAMBHA এবং ChaSTE কে সক্রিয় করা হয়েছে৷ রোভারও চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে ফেলেছে৷ প্রোপালশন মডিউলেক SHAPE পে লোড-কে রবিবার সক্রিয় করা হয়েছে৷’
গত ২৩ অগাস্ট ভারতীয় সময় সন্ধে ৬ টা বেজে ৪ মিনিটে চাঁদের মাটিতে সফল ভাবে অবতরণ করে চন্দ্রযান ৩ এর ল্যান্ডার বিক্রম৷ এরপরে কিছুক্ষণ বিশ্রাম৷ তারপরে চাঁদে ভোর হতেই বিক্রমের ভিতর থেকে বেরিয়ে আসে রোভার ‘প্রজ্ঞান’৷ আগামী ১৪ দিন তাঁদে চন্দ্রদিন থাকা অবস্থায় সূর্যালোকের শক্তিতে বলিয়ান হয়ে চাঁদের বিভিন্ন নমুনা সংগ্রহ করে এই প্রজ্ঞান৷