TRENDING:

Delhi Metro Kissing Couple : মেট্রোয় চুমুতে মত্ত যুগল! খেয়াল নেই কোনওদিকে, অস্বস্তিতে যাত্রীরা! দেখুন সেই ভাইরাল ভিডিও

Last Updated:

Delhi Metro Kissing Couple : ভিডিওটায় দেখা যাচ্ছে, মেট্রোর দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে যুগল। একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন। অপরদিক থেকে অন্য এক যাত্রী ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিল্লি: দিল্লি মেট্রোতে ফের চুম্বনরত যুগলের ভিডিও! সোশ্যাল মিডিয়াজুড়ে নিন্দার ঝড়। মেট্রোয় থাকাকালীন অনুপযুক্ত বা অশ্লীল আচরণে জড়িত না হওয়ার জন্য দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের (DMRC) তরফে বারবার সতর্কতা জারি করা সত্ত্বেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।
মেট্রোয় চুম্বনরত যুগল
মেট্রোয় চুম্বনরত যুগল
advertisement

advertisement

সম্প্রতি এমনই এক ঘটনা প্রকাশ্যে এসেছে। আশপাশে থাকা অন্য যাত্রীরা এই ঘটনায় বেশ অপ্রস্তুত হয়ে পড়েছেন। তাঁরা জানিয়েছেন, এমন ঘটনা বারবার ঘটছে। এক যাত্রী ভিডিও করে শেয়ার করে লেখেন, ‘আনন্দ বিহারের আরও এক ভিডিও। আমরা যেন ভুলে গিয়েছি যে প্রেম অন্ধ হলেও মানুষেরা নন।’ ভিডিওতে যুগলের মুখ ঝাপসা করে দেওয়া হয়েছে।

advertisement

আরও পড়ুন: গেঞ্জির কল্যাণে প্রাণে বাঁচলেন যাত্রীরা! মারাত্মক দুর্ঘটনা এড়ানো গেল বালকের উপস্থিত বুদ্ধিতে

ভিডিওটায় দেখা যাচ্ছে, মেট্রোর দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে যুগল। একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন। অপরদিক থেকে অন্য এক যাত্রী ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

ভিডিও পোস্ট হওয়ার পর মন্তব্য বাক্সে ঝাঁপিয়ে পড়েন নেটিজেনরা। অনেকেই জানান, তাঁরাও এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন একাধিকবার। নিন্দা, সমালোচনার ঢেউ উঠেছে ভিডিওর মন্তব্য বাক্সে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Metro Kissing Couple : মেট্রোয় চুমুতে মত্ত যুগল! খেয়াল নেই কোনওদিকে, অস্বস্তিতে যাত্রীরা! দেখুন সেই ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল