মুখ্যমন্ত্রী বাইক চালিয়ে ঢুকছেন এমন সাজে, আর পিছনে পঞ্জাবি মিউজিক বাজছে। নিমেষের মধ্যে ভাইরাল হয়েছে এই ভিডিও। ছত্তিশগড়ের মোটর স্পোর্টস অ্যাসোসিয়েশনের তরফে জাতীয় বাইক রেসিং ২০২২-এর আয়োজন করা হয়েছিল। রায়পুরের বুধাপাড়ার স্টেডিয়ামে হয় সেই অনুষ্ঠান। রাজ্যের অ্যাডভেঞ্চার স্পোর্টস ও পর্যটনের প্রচারেই এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই মুখ্যমন্ত্রীর এমন অবতার নজর কেড়ে নিয়েছে।
advertisement
আরও পড়ুন: রেলের চাকরির সুযোগ, দক্ষিণ পূর্ব-মধ্য রেলওয়েতে প্রচুর নিয়োগ, জানুন
আরও পড়ুন: টাইগার শ্রফকে আচমকা 'প্রিয় বন্ধু' উল্লেখ প্রেমিকা দিশার, সম্পর্কে ভাঙন?
মুখ্যমন্ত্রীর দফতরের তরফে ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, 'এই উইকেন্ডটাকে স্মরণীয় করে তুলুন সিডিএমএসএ-র সঙ্গে। ৫ ও ৬ মার্চ এই অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। থাকবেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। অংশ নিন ন্যাশনাল সুপারক্রস বাইক রেসিং ও রাইড উইদ প্রাইডে'। ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে নেটপাড়ায় (Viral Video)। মুখ্যমন্ত্রীকে এমন ছকভাঙা সাজে দেখে চমকে গিয়েছেন অনুরাগীরা।
