আরও পড়ুন- ৩০ বছর ধরে শৌচাগারে শিঙাড়া ভাজছিল এই রেস্তোরাঁ! কড়া ব্যবস্থা নিল প্রশাসন
ভিডিওতে দেখা গিয়েছে, ওই কেউটে সাপটিকে ঘিরে নাগিন নাচের অঙ্গভঙ্গি করছেন দুই ব্যক্তি। সাপটিকে বাঁশের কৌটো থেকে বের করে আনেন এক সাপুড়ে এবং তারপর সাপটিকে হাতে নিয়ে নাচ চলতে থাকে।
advertisement
ওড়িশার বন বিভাগের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করেন। এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে চারজন বিয়েতে বরযাত্রী ছিলেন এবং পঞ্চমজন হলেন ওই সাপুড়ে। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে যে বন্যপ্রাণী সুরক্ষা আইনের (১৯৭২) বিভিন্ন ধারায় মামলা দায়ের হয়েছে ওই সাপুড়ের বিরুদ্ধে এবং পরে তাঁকে আদালতেও তোলা হয়।
আরও পড়ুন- হিন্দু আসলে একটি 'ভৌগলিক পরিচয়': দাবি বিজেপির অশ্বিনী কুমার চৌবের
খুরদা জেলার অনারারি ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন শুভেন্দু মল্লিক জানান, মিছিলে জোরে গান বাজানোয় সাপটি ভয় পেয়ে যায়। তিনি জানিয়েছেন, সাপুড়ে কেউটের বিষ দাঁতগুলি ভেঙে দিয়েছিল, যা অবৈধ কাজ। “আমি এমন জঘন্য কাজের অনুমতি দেওয়ার জন্য বর এবং তার বাবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করছি। এটি দেশের এই ধরনের মামলাগুলির মধ্যে অন্যতম একটি হতে পারে,” বলেন শুভেন্দু।