TRENDING:

Odisha: বিড়ালকে বাঁচাতে গিয়ে হুড়মুড়িয়ে ঝাঁপ দিলেন কুয়োয়! বীভৎস পরিণতি আইসক্রিম বিক্রেতার

Last Updated:

দীর্ঘক্ষণ কেটে গেলেও শিবরাম উঠে না আসায় চিন্তিত হয়ে পড়েন ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়েরা৷ তখন শিবরাম বাবুকে উদ্ধার করতে আবার কুয়োতে নামতে শুরু করেন দু’জন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওড়িশা: ওড়িশার পাটিয়ার ঘটনা৷ রেল স্টেশনের সামনে নিয়মিত নিজের আইসক্রিমের গাড়ি নিয়ে বসতেন বছর পঞ্চাশের শিবরাম শাহু৷ বুধবার সকালে সেখানেই ঘটে মর্মান্তিক ঘটনা৷ স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রের খবর, রেল স্টেশনের কাছেই একটি পরিত্যক্ত কুয়ো ছিল৷ বুধবার সকালে হঠাৎই সেই কুয়োর মধ্যে পড়ে যায় একটি বিড়াল৷ আগুপিছু না ভেবে বিড়ালটিকে বাঁচাতে সেই কুয়োর মধ্যেই ঝাঁপ দেন শিবরাম৷ তারপর..
advertisement

দীর্ঘক্ষণ কেটে গেলেও শিবরাম উঠে না আসায় চিন্তিত হয়ে পড়েন ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়েরা৷ তখন শিবরাম বাবুকে উদ্ধার করতে আবার কুয়োতে নামতে শুরু করেন দু’জন৷

আরও পড়ুন: এই সব রাশির ভাগ্যে শুধুই টাকার খেলা! ৩০ বছর পরে নবরাত্রিতে একসাথে ৩ শুভ সংযোগ

কিন্তু কিছুদূর নামতেই তাঁদের শ্বাস আটকে আসে৷ অন্ধকারে, দমবন্ধ করা গ্যাসে অসুস্থ হয়ে পড়তে শুরু করেন তাঁরা৷ ততক্ষণে অবশ্য দমকল বিভাগে খবর দেওয়া হয়েছে৷ তড়িঘড়ি সেই দু’জনকে কুয়োর মধ্যে থেকে উদ্ধার করেন দমকলকর্মীরা৷ সঙ্গে সঙ্গে তাঁদের আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে৷ কোনও রকমে প্রাণে বাঁচেন ওই দু’জন৷

advertisement

কিন্তু, শিবরাম বাবুকে বাঁচানো যায়নি৷ বাঁচেনি বিড়ালটিও৷ ঘটনার বেশ কিছুক্ষণ পড়ে পরিত্যক্ত কুয়ো থেকে শিবরাম বাবুর নিথর দেহ উদ্ধার হয়৷ পুলিশের প্রাথমিক ধারণা, দমবন্ধ হয়েই শিবরামবাবুর মৃত্যু হয়েছে৷ তবে ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যুর আসল কারণ৷

আরও পড়ুন: হলুদ কাপড়ে রাখুন ২টি লবঙ্গ..কর্পূর দিয়ে করুন এই প্রতিকার! টাকায়-গয়নায় ভরে উঠবে সংসার

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

শিবরামবাবুকে বাঁচাতে কুয়োয় নেমেছিলেন তাঁর ভাই-ও৷ সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘‘শিবরামকে সাহায্য করতে আমি কুয়োয় নেমেছিলাম৷ কিন্তু, কিছু দূর নামতেই বুঝলাম একেবারে শ্বাস নিতে পারছি না৷ ভিতরে গ্যাসে ভর্তি৷’’ প্রসঙ্গত, পরিত্যক্ত কুয়োয় অনেক সময় মিথেন নামক গ্যাস প্রাকৃতিক ভাবে তৈরি হয়৷ সেই গ্যাসেই শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় অনেকের৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Odisha: বিড়ালকে বাঁচাতে গিয়ে হুড়মুড়িয়ে ঝাঁপ দিলেন কুয়োয়! বীভৎস পরিণতি আইসক্রিম বিক্রেতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল