দীর্ঘক্ষণ কেটে গেলেও শিবরাম উঠে না আসায় চিন্তিত হয়ে পড়েন ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়েরা৷ তখন শিবরাম বাবুকে উদ্ধার করতে আবার কুয়োতে নামতে শুরু করেন দু’জন৷
আরও পড়ুন: এই সব রাশির ভাগ্যে শুধুই টাকার খেলা! ৩০ বছর পরে নবরাত্রিতে একসাথে ৩ শুভ সংযোগ
কিন্তু কিছুদূর নামতেই তাঁদের শ্বাস আটকে আসে৷ অন্ধকারে, দমবন্ধ করা গ্যাসে অসুস্থ হয়ে পড়তে শুরু করেন তাঁরা৷ ততক্ষণে অবশ্য দমকল বিভাগে খবর দেওয়া হয়েছে৷ তড়িঘড়ি সেই দু’জনকে কুয়োর মধ্যে থেকে উদ্ধার করেন দমকলকর্মীরা৷ সঙ্গে সঙ্গে তাঁদের আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে৷ কোনও রকমে প্রাণে বাঁচেন ওই দু’জন৷
advertisement
কিন্তু, শিবরাম বাবুকে বাঁচানো যায়নি৷ বাঁচেনি বিড়ালটিও৷ ঘটনার বেশ কিছুক্ষণ পড়ে পরিত্যক্ত কুয়ো থেকে শিবরাম বাবুর নিথর দেহ উদ্ধার হয়৷ পুলিশের প্রাথমিক ধারণা, দমবন্ধ হয়েই শিবরামবাবুর মৃত্যু হয়েছে৷ তবে ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যুর আসল কারণ৷
আরও পড়ুন: হলুদ কাপড়ে রাখুন ২টি লবঙ্গ..কর্পূর দিয়ে করুন এই প্রতিকার! টাকায়-গয়নায় ভরে উঠবে সংসার
শিবরামবাবুকে বাঁচাতে কুয়োয় নেমেছিলেন তাঁর ভাই-ও৷ সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘‘শিবরামকে সাহায্য করতে আমি কুয়োয় নেমেছিলাম৷ কিন্তু, কিছু দূর নামতেই বুঝলাম একেবারে শ্বাস নিতে পারছি না৷ ভিতরে গ্যাসে ভর্তি৷’’ প্রসঙ্গত, পরিত্যক্ত কুয়োয় অনেক সময় মিথেন নামক গ্যাস প্রাকৃতিক ভাবে তৈরি হয়৷ সেই গ্যাসেই শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় অনেকের৷