TRENDING:

Viral News: 'হয় নাতি-নাতনির মুখ দেখব, নয় ৫ কোটি নেব'! ছেলের বিরুদ্ধে মামলা বাবার, কেন জানেন?

Last Updated:

বক্তার নাম এস আর প্রসাদ, সঙ্গী তাঁর স্ত্রী। (Viral News)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দেরাদুন: এমন ঘটনাকে অদ্ভুত বললেও কম বলা হয়। সোশ্যাল মিডিয়ায় আপাতত নেটিজেনের নজর কেড়ে নিয়েছে এমন কাণ্ড। বুধবার উত্তরাখণ্ডের আদালতে নিজের ছেলে ও বৌমার বিরুদ্ধে মামলা দায়ের করলেন এক দম্পতি। আর সেই মামলার কারণ শুনলেই চমকে উঠছেন সকলে। আদালতে মামলাকারী বাবা বলেছেন, 'আমরা শুধুই একজন নাতি-নাতনি চেয়েছি'। বক্তার নাম এস আর প্রসাদ, সঙ্গী তাঁর স্ত্রী। (Viral News)
Viral News
Viral News
advertisement

আদালতে ওই মামলাকারী নিজের ছেলের বিরুদ্ধে মামলা করে দাবি জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে হয় নাতি বা নাতনির মুখ দেখবেন তাঁরা, নয়তো ছেলে-বৌমাকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। হরিদ্বারের বাসিন্দা এই দম্পতি নিজের ছেলে ও বৌমার বিরুদ্ধে এমনই হুঁশিয়ারি দিয়ে মামলা দায়ের করেছেন আদালতে। কিন্তু ছেলে-বৌমার কাছ থেকে এমন দাবি কেন করছেন তাঁরা?

advertisement

আরও পড়ুন: অবশেষে সহযোগিতা, বিজেপি যুব নেতার মৃত্যু-তদন্তে বয়ান রেকর্ড হল পরিবারের

আরও পড়ুন: তাপপ্রবাহ থেকে চোখকে বাঁচানোর কথা কখনও ভাবেন? জানুন, নাহলে সমস্যা হতে পারে!

মামলাকারী দম্পতির বক্তব্য, '২০১৬ সালে ওঁদের বিয়ে দিয়েছি। ইচ্ছে ছিল নাতি-নাতনির মুখ দেখব। ছেলে হোক বা মেয়ে, তা নিয়ে আমরা ভাবিত নই। আমরা শুধু একজনের মুখ দেখতে চেয়েছি।' এস আর প্রসাদের আরও বক্তব্য, 'ছেলেকে আমেরিকায় পড়াতে গিয়ে জীবনের সর্বস্ব দিয়েছি। আমার কাছে আর কোনও টাকা নেই ওকে পড়াশোনা শেখাতে গিয়ে। বাড়ি তৈরির জন্য ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছি আমরা। আমাদের এখন চারিদিক থেকে সমস্যা। সে কারণেই পিটিশনে ছেলে-বৌমার কাছ থেকে ২.৫ কোটি টাকা করে চেয়েছি।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

মামলাকারীর আইনজীবী একে শ্রীবাস্তবের দাবি, 'সমাজের একটা গুরুত্বপূর্ণ সমস্যাকে তুলে ধরেছে এই মামলা। সন্তানদের পিছনে বাবা-মা নিজেদের সমস্ত কিছু উৎসর্গ করেন, ভালো জায়গায় চাকরির উপযুক্ত তৈরি করেন, কিন্তু সন্তানেরা বাবা-মাকে দেখভালের প্রাথমিক আর্থিক দায়িত্বটুকু নেন না। সে কারণে নিজের ছেলে-বৌমার কাছেই এক বছরের মধ্যে সন্তান বা ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন এই দম্পতি'। সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে এই ঘটনা।

বাংলা খবর/ খবর/দেশ/
Viral News: 'হয় নাতি-নাতনির মুখ দেখব, নয় ৫ কোটি নেব'! ছেলের বিরুদ্ধে মামলা বাবার, কেন জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল