আরও পড়ুন- আকাশে ২৩,০০০ ফুট উচ্চতায় বিমানের জানলায় ফাটল! জরুরি অবতরণ স্পাইসজেট বিমানের
মধ্যপ্রদেশের গোয়ালিয়রের আনন্দ সিং খুশওয়াহা ‘রামায়ণী চায়েওয়ালা’ নামে পরিচিত, মনোনয়নপত্র দাখিল করেছেন তিনিও। আনন্দ সিং খুশওয়াহার কাগজপত্র গ্রহণ করা হলেও, তিনি এখনও ১৫,০০০ টাকার জামানত জমা দেননি। শ্রীমুখলিঙ্গমের মনোনয়ন প্রত্যাখ্যান করা হয় কারণ তিনি লোকসভা কেন্দ্রের ভোটার তালিকায় প্রার্থীর সঙ্গে সম্পর্কিত নথির একটি প্রত্যয়িত অনুলিপি জমা দিতে পারেননি। অন্য চারটি মনোনয়ন ২০ জুলাই যাচাই ও বাছাই করাবে। এই মনোনয়ন প্রত্যাখ্যান করা হবে কারণ তাঁদের প্রস্তাবক হিসাবে ২০ জন সাংসদ এবং ২০ জন সমর্থক পাওয়া যায়নি।
advertisement
বর্তমান উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুর মেয়াদ শেষ হবে ১০ অগাস্ট এবং পরবর্তী উপরাষ্ট্রপতি ১১ অগাস্ট শপথ নেবেন। রাজনৈতিক দলগুলি এখনও নির্বাচনের জন্য তাঁদের প্রার্থীর নাম ঘোষণা করেনি।
আরও পড়ুন- কাশ্মীরে হড়পা বানের আশঙ্কা! দুর্যোগের মুখে স্থগিত অমরনাথ যাত্রা, আটকে বহু যাত্রী
উপরাষ্ট্রপতি নির্বাচনে ইলেক্টোরাল কলেজ সংসদের উভয় কক্ষের মোট ৭৮৮ জন সদস্য নিয়ে গঠিত। যেহেতু সব নির্বাচকই সংসদের সদস্য, তাই প্রত্যেক সাংসদের ভোটের মূল্য হবে এক, গত ২৯ জুন এক বিবৃতিতে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনে উন্মুক্ত ভোট দেওয়ার কোনও বিষয় নেই এবং রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে যেকোনও পরিস্থিতিতেই কাউকে ব্যালট দেখানো নিষিদ্ধ।
একজন প্রার্থী সর্বোচ্চ চারটি মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। নির্বাচনের জন্য জামানত হিসেবে ১৫,০০০ টাকা জমা করতে হবে।