TRENDING:

Uttarkashi Tunnel Collapse Update: সন্ধের আগে সুড়ঙ্গ খোলার কোনও সম্ভাবনা নেই, পাইপে ৪১ শ্রমিকের কাছে পৌঁছল সকালের খাবার

Last Updated:

Uttarkashi Tunnel Collapse Update: অপেক্ষায় গোটা দেশ, উত্তরকাশীর সুড়ঙ্গে ১৩ দিন হল আটকে ৪১ জন শ্রমিক। শুক্রবার সকাল ১১ টা থেকে আবার শুরু হবে ড্রিলিংয়ের কাজ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তরকাশী: অপেক্ষায় গোটা দেশ, উত্তরকাশীর সুড়ঙ্গে ১৩ দিন হল আটকে ৪১ জন শ্রমিক। শুক্রবার সকাল ১১ টা থেকে আবার শুরু হবে ড্রিলিংয়ের কাজ। সন্ধ্যা পর্যন্ত চলবে ড্রিলিং এবং রেস্কিউ পাইপ প্রবেশ করানোর কাজ। রেসকিউ পাইপ প্রবেশ করানোর পর ওই পথে আটকে থাকা সব পাথর বের করে আনা হবে। তারপর শ্রমিকদের উদ্ধার করে বাইরে আনার কাজ শুরু হবে বলে জানা গিয়েছে।
উত্তরকাশীতে সুড়ঙ্গে আটকে ৪১ শ্রমিক
উত্তরকাশীতে সুড়ঙ্গে আটকে ৪১ শ্রমিক
advertisement

অর্থাৎ আপাতত সন্ধের আগে শ্রমিকদের বাইরে আসার কোনও সম্ভাবনা নেই। এখন শ্রমিকদের কাছে প্রাতঃরাশ পাঠানো হয়েছে। জানা গিয়েছে, শ্রমিকরা ভাল আছেন। সুড়ঙ্গ খুলবে আশায় শ্রমিক ও তাঁদের পরিজনেরা। এদিন শ্রমিকদের লাকি থার্টিন ডে হতে পারে বলে আশা উদ্ধারকারীদের।

আরও পড়ুন: ৪১ শ্রমিকের উদ্ধারকাজে আরও দেরি হবে, কারণ জানিয়ে দিনক্ষণ বলে দিলেন মার্কিন সুড়ঙ্গ বিশেষজ্ঞ

advertisement

গত ১৩ দিন ধরে উত্তরকাশীর সিল্কয়ারা সুড়ঙ্গে আটকে ৪১ জন শ্রমিক। তাঁদের বাঁচাতে ত্রাণ ও উদ্ধার অভিযান চলছে দিনরাত এক করে। পদে পদে চ্যালেঞ্জ নিয়ে অভিযানে নেমেছেন দেশের সমস্ত সেরা উদ্ধারকারী দলেরা। আশায় বুক বেঁধেছে গোটা দেশ, অক্ষত ভাবে শ্রমিকদের উদ্ধার করা হবে। সাহায্য নেওয়া হচ্ছে মার্কিন সুড়ঙ্গ বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্সের। কিন্তু বৃহস্পতিবার রাতে তিনি বলে দেন, শ্রমিকদের উদ্ধারকাজে আরও দেরি হবে।

advertisement

আরও পড়ুন: এটা কোন পাতা বলুন তো? ঠান্ডায় বাতের ব্যথা থেকে জেদি কফ তোলার মহৌষধ এটি, জানুন

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন সুড়ঙ্গ বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স বলেন, ‘আমরা আশা করেছিলাম গতকাল এরকম সময় (রাত সাড়ে ৯.১৫-৯.৩০) উদ্ধার হয়ে যাবে, আবার আজ ককালে ভেবেছি, ফের দুপুরে ভেবেছি উদ্ধার সম্ভব হবে। কিন্তু পাহাড়ের মর্জি খানিকটা আলাদা। মেশিন আপাতত বন্ধ রাখতে হয়েছে কারণ মেশিনে কিছু সারাইয়ের প্রয়োজন পড়েছে। আমরা এবার পরবর্তী ধাপে এগোতে চলেছি যেখানে আমরা অন্য কোনও অপশনকে ধরে রেখেছি’।

advertisement

রাজীব চক্রবর্তী

আরও খবর পড়তে ফলো করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বারাসাতের বুকেই মায়াপুর ইসকন মন্দির! দর্শনের জন্য কৃষ্ণভক্তরাও ভিড় জমাচ্ছেন
আরও দেখুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বাংলা খবর/ খবর/দেশ/
Uttarkashi Tunnel Collapse Update: সন্ধের আগে সুড়ঙ্গ খোলার কোনও সম্ভাবনা নেই, পাইপে ৪১ শ্রমিকের কাছে পৌঁছল সকালের খাবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল