অর্থাৎ আপাতত সন্ধের আগে শ্রমিকদের বাইরে আসার কোনও সম্ভাবনা নেই। এখন শ্রমিকদের কাছে প্রাতঃরাশ পাঠানো হয়েছে। জানা গিয়েছে, শ্রমিকরা ভাল আছেন। সুড়ঙ্গ খুলবে আশায় শ্রমিক ও তাঁদের পরিজনেরা। এদিন শ্রমিকদের লাকি থার্টিন ডে হতে পারে বলে আশা উদ্ধারকারীদের।
আরও পড়ুন: ৪১ শ্রমিকের উদ্ধারকাজে আরও দেরি হবে, কারণ জানিয়ে দিনক্ষণ বলে দিলেন মার্কিন সুড়ঙ্গ বিশেষজ্ঞ
advertisement
গত ১৩ দিন ধরে উত্তরকাশীর সিল্কয়ারা সুড়ঙ্গে আটকে ৪১ জন শ্রমিক। তাঁদের বাঁচাতে ত্রাণ ও উদ্ধার অভিযান চলছে দিনরাত এক করে। পদে পদে চ্যালেঞ্জ নিয়ে অভিযানে নেমেছেন দেশের সমস্ত সেরা উদ্ধারকারী দলেরা। আশায় বুক বেঁধেছে গোটা দেশ, অক্ষত ভাবে শ্রমিকদের উদ্ধার করা হবে। সাহায্য নেওয়া হচ্ছে মার্কিন সুড়ঙ্গ বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্সের। কিন্তু বৃহস্পতিবার রাতে তিনি বলে দেন, শ্রমিকদের উদ্ধারকাজে আরও দেরি হবে।
আরও পড়ুন: এটা কোন পাতা বলুন তো? ঠান্ডায় বাতের ব্যথা থেকে জেদি কফ তোলার মহৌষধ এটি, জানুন
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন সুড়ঙ্গ বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স বলেন, ‘আমরা আশা করেছিলাম গতকাল এরকম সময় (রাত সাড়ে ৯.১৫-৯.৩০) উদ্ধার হয়ে যাবে, আবার আজ ককালে ভেবেছি, ফের দুপুরে ভেবেছি উদ্ধার সম্ভব হবে। কিন্তু পাহাড়ের মর্জি খানিকটা আলাদা। মেশিন আপাতত বন্ধ রাখতে হয়েছে কারণ মেশিনে কিছু সারাইয়ের প্রয়োজন পড়েছে। আমরা এবার পরবর্তী ধাপে এগোতে চলেছি যেখানে আমরা অন্য কোনও অপশনকে ধরে রেখেছি’।
রাজীব চক্রবর্তী
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F