Uttarkashi Tunnel Rescue Operation: ৪১ শ্রমিকের উদ্ধারকাজে আরও দেরি হবে, কারণ জানিয়ে দিনক্ষণ বলে দিলেন মার্কিন সুড়ঙ্গ বিশেষজ্ঞ

Last Updated:

Uttarkashi Tunnel Rescue Operation: তীরে এসে তরী ডুববে না তো? গত ১২ দিন ধরে উত্তরকাশীর সিল্কয়ারা সুড়ঙ্গে আটকে ৪১ জন শ্রমিক। তাঁদের বাঁচাতে ত্রাণ ও উদ্ধার অভিযান চলছে দিনরাত এক করে।

শ্রমিকের উদ্ধারকাজে আরও দেরি হবে: সুড়ঙ্গ বিশেষজ্ঞ
শ্রমিকের উদ্ধারকাজে আরও দেরি হবে: সুড়ঙ্গ বিশেষজ্ঞ
উত্তরকাশী: তীরে এসে তরী ডুববে না তো? গত ১২ দিন ধরে উত্তরকাশীর সিল্কয়ারা সুড়ঙ্গে আটকে ৪১ জন শ্রমিক। তাঁদের বাঁচাতে ত্রাণ ও উদ্ধার অভিযান চলছে দিনরাত এক করে। পদে পদে চ্যালেঞ্জ নিয়ে অভিযানে নেমেছেন দেশের সমস্ত সেরা উদ্ধারকারী দলেরা। আশায় বুক বেঁধেছে গোটা দেশ, অক্ষত ভাবে শ্রমিকদের উদ্ধার করা হবে। সাহায্য নেওয়া হচ্ছে মার্কিন সুড়ঙ্গ বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্সের। কিন্তু বৃহস্পতিবার রাতে তিনি বলে দিলেন, শ্রমিকদের উদ্ধারকাজে আরও দেরি হবে।
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন সুড়ঙ্গ বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স বলেছেন, ‘আমরা আশা করেছিলাম গতকাল এরকম সময় (রাত সাড়ে ৯.১৫-৯.৩০) উদ্ধার হয়ে যাবে, আবার আজ ককালে ভেবেছি, ফের দুপুরে ভেবেছি উদ্ধার সম্ভব হবে। কিন্তু পাহাড়ের মর্জি খানিকটা আলাদা। মেশিন আপাতত বন্ধ রাখতে হয়েছে কারণ মেশিনে কিছু সারাইয়ের প্রয়োজন পড়েছে। আমরা এবার পরবর্তী ধাপে এগোতে চলেছি যেখানে আমরা অন্য কোনও অপশনকে ধরে রেখেছি’।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: টানেল থেকে উদ্ধারকাজে দেরি হতে পারে, সতর্ক সিদ্ধান্ত প্রশাসন-মুখ্যমন্ত্রীর
NDMA-এর লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন এদিন সকালেই বলেছিলেন, “এটা চ্যালেঞ্জিং কাজ। আগামী দুঘন্টার মধ্যে উদ্ধার কাজ করা হবে বলে প্রচার করা উদ্ধার কর্মীদের উপর চাপ সৃষ্টি করছে। এটা ভুল। এ অবস্থায় আটকে পড়া শ্রমিক ও উদ্ধারকারী দল উভয়েই ঝুঁকির মধ্যে রয়েছে। আমাদের উভয়ের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।” উত্তরাখণ্ডের উত্তরকাশীতে ১২ নভেম্বর একটি নির্মাণাধীন টানেল ধসে ৪১ জন শ্রমিক আটকে পড়ে।
advertisement
বৃহস্পতিবার সন্ধেয় উত্তরাখণ্ড সরকার জানিয়ে দেয়, উদ্ধারকাজে তাড়াহুড়ো নয়। উত্তরকাশীতে উদ্ধারকাজে সতর্ক প্রশাসন। কোনও ভাবেই কোনও ঝুঁকি না নিয়ে তাড়াহুড়ো না করার নির্দেশ দেওয়া হয়েছে। সতর্কতার কারণেই দেরি হতে পারে উদ্ধারকাজে। শ্রমিকদের উদ্ধারে বৈঠক উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর। GSI-কে সয়েল টেস্টিংয়ের নির্দেশ। GSI-এর পরামর্শ অনুযায়ী ড্রিলিং করছে NDRF।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Uttarkashi Tunnel Rescue Operation: ৪১ শ্রমিকের উদ্ধারকাজে আরও দেরি হবে, কারণ জানিয়ে দিনক্ষণ বলে দিলেন মার্কিন সুড়ঙ্গ বিশেষজ্ঞ
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement