সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ঋষিকেশের আরতিস্থলে শিবের মূর্তির চারপাশ দিয়ে ভয়ঙ্কর রূপে ছুটে চলেছে গঙ্গা। ২০১৩ সালের বন্যায় এই মূর্তি ভেঙে গিয়েছিল বলে খবর রটেছিল। কিন্তু বন্যার জলে ডুবে গেলেও, ১৪ ফুট মূর্তিটি ভাঙেনি।
advertisement
আরও পড়ুন: স্ত্রীর ইচ্ছেয় বাংলায় বাড়ি, জানেন পশ্চিমবঙ্গের কোথায় বাড়ি রয়েছে গোবিন্দার?
উত্তরাখণ্ডর উত্তরকাশীর ধরালী গ্রামে কাদামাটির স্রোতের হুড়হুড় করে নেমে আসার ভিডিও ফুটেজ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ সেই ভিডিও দেখে হাড়হিম হয়ে যাচ্ছে সকলের৷ দেখা গিয়েছে, কী ভাবে হড়পা বানে ভেসে যাচ্ছে একটি যাত্রিবোঝাই গাড়ি। ভাইরাল হয়েছে সেই ভিডিও।
মঙ্গলবার দুপুর দুটো নাগাদ উত্তরাখণ্ডের উত্তরকাশীর ধরালী গ্রামে আচমকা নেমে আসা হড়পা বানে গ্রামের একটা বড় অংশ ভেসে যায়। সেই ঘটনায় কমপক্ষে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ অন্তত ১৫০ জন। প্রায় তিন ডজন বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। ভেসে গিয়েছে দোকানপাট, বহু গাড়ি। ভারী বৃষ্টিপাতের কারণে উত্তরকাশী-হর্ষিল সড়কে ধস নেমেছে।