Govinda: স্ত্রীর ইচ্ছেয় বাংলায় বাড়ি, জানেন পশ্চিমবঙ্গের কোথায় বাড়ি রয়েছে গোবিন্দার?

Last Updated:
Govinda: বাংলার বুকে এসে সময় কাটান বলিউডের 'হিরো নম্বর ওয়ান' গোবিন্দা। জানেন বাংলাতেই রয়েছে গোবিন্দার নিজের বাড়ি? জানেন কোথায় সেই বাড়ি?
1/8
মুম্বইয়ের মায়ানগরী ছেড়ে মাঝে মাঝেই বাংলার বুকে এসে সময় কাটান বলিউডের 'হিরো নম্বর ওয়ান' গোবিন্দা। জানেন বাংলাতেই রয়েছে গোবিন্দার নিজের বাড়ি? জানেন কোথায় সেই বাড়ি?
মুম্বইয়ের মায়ানগরী ছেড়ে মাঝে মাঝেই বাংলার বুকে এসে সময় কাটান বলিউডের 'হিরো নম্বর ওয়ান' গোবিন্দা। জানেন বাংলাতেই রয়েছে গোবিন্দার নিজের বাড়ি? জানেন কোথায় সেই বাড়ি?
advertisement
2/8
ছুটি কাটাতে বছরে একবার করে সেই বাড়িতে আসেন গোবিন্দা। তাঁর জন্মভূমি ও কর্মভূমি মুম্বই, তা সত্ত্বেও বাংলার সঙ্গে একটি খাস যোগ রয়েছে বলিউডের হিরো নম্বর ওয়ানের।
ছুটি কাটাতে বছরে একবার করে সেই বাড়িতে আসেন গোবিন্দা। তাঁর জন্মভূমি ও কর্মভূমি মুম্বই, তা সত্ত্বেও বাংলার সঙ্গে একটি খাস যোগ রয়েছে বলিউডের হিরো নম্বর ওয়ানের।
advertisement
3/8
মায়ানগরীর ইঁদুর দৌড় থেকে মুক্তি পেতে প্রতি বছর অন্তত কয়েকটা দিন বাংলার শৈলশহর দার্জিলিংয়ে কাটিয়ে যান অভিনেতা।
মায়ানগরীর ইঁদুর দৌড় থেকে মুক্তি পেতে প্রতি বছর অন্তত কয়েকটা দিন বাংলার শৈলশহর দার্জিলিংয়ে কাটিয়ে যান অভিনেতা।
advertisement
4/8
অনেকেরই জানা নেই দার্জিলিংয়ের ঘুম-এর জলপাহাড় এলাকায় নিজের বাড়ি রয়েছে গোবিন্দার। সেখানেই বছরে কয়েকটা দিন স্ত্রী সুনীতার সঙ্গে নিরিবিলিতে কাটিয়ে যান গোবিন্দা।
অনেকেরই জানা নেই দার্জিলিংয়ের ঘুম-এর জলপাহাড় এলাকায় নিজের বাড়ি রয়েছে গোবিন্দার। সেখানেই বছরে কয়েকটা দিন স্ত্রী সুনীতার সঙ্গে নিরিবিলিতে কাটিয়ে যান গোবিন্দা।
advertisement
5/8
গোবিন্দা দার্জিলিংয়ে এলেই তাঁর এক ঝলক দেখা পেতে উৎসুক হন সকলেই। নির্দিষ্ট সময়ে বাড়ি থেকে বেরিয়ে সবার সঙ্গে কথা বলেন গোবিন্দা।
গোবিন্দা দার্জিলিংয়ে এলেই তাঁর এক ঝলক দেখা পেতে উৎসুক হন সকলেই। নির্দিষ্ট সময়ে বাড়ি থেকে বেরিয়ে সবার সঙ্গে কথা বলেন গোবিন্দা।
advertisement
6/8
এমনকী ট্যুরিস্টরাও গাড়ি দাঁড় করিয়ে ছবি তোলেন তাঁর সঙ্গে।
এমনকী ট্যুরিস্টরাও গাড়ি দাঁড় করিয়ে ছবি তোলেন তাঁর সঙ্গে।
advertisement
7/8
সূত্রের খবর, গোবিন্দার স্ত্রী সুনীতার আত্মীয়েরা দার্জিলিং থাকেন। প্রায় ২০ বছর আগে বাড়ি বানিয়েছিলেন তিনি দার্জিলিঙে। দার্জিলিঙের সৌন্দর্য্য তাঁকে মুগ্ধ করে। দার্জিলিঙের মানুষজনের সরলতা ভাল লাগে বলে জানান তিনি। তিনি জানান তাঁর স্ত্রী নেপালের হলেও, তাঁর জন্ম কলকাতায়। স্ত্রীর ইচ্ছা অনুযায়ী দার্জিলিঙে বাড়ি করেন তিনি।
সূত্রের খবর, গোবিন্দার স্ত্রী সুনীতার আত্মীয়েরা দার্জিলিং থাকেন। প্রায় ২০ বছর আগে বাড়ি বানিয়েছিলেন তিনি দার্জিলিঙে। দার্জিলিঙের সৌন্দর্য্য তাঁকে মুগ্ধ করে। দার্জিলিঙের মানুষজনের সরলতা ভাল লাগে বলে জানান তিনি। তিনি জানান তাঁর স্ত্রী নেপালের হলেও, তাঁর জন্ম কলকাতায়। স্ত্রীর ইচ্ছা অনুযায়ী দার্জিলিঙে বাড়ি করেন তিনি।
advertisement
8/8
সেই সূত্রেই সেখানে জমি কিনেছিলেন গোবিন্দা। জমি কেনার পরে পাহাড়ের কোলে এই স্বপ্নের বাড়ি গড়ে তোলেন তিনি।
সেই সূত্রেই সেখানে জমি কিনেছিলেন গোবিন্দা। জমি কেনার পরে পাহাড়ের কোলে এই স্বপ্নের বাড়ি গড়ে তোলেন তিনি।
advertisement
advertisement
advertisement