TRENDING:

Uttar Pradesh News: নেকড়ে, চিতাবাঘ ঘুম কেড়েছে, এই রাজ্যের রাস্তায় এবার সাত ফুটের কুমির! তীব্র আতঙ্ক

Last Updated:

Uttar Pradesh News: নেকড়ে, চিতাবাঘের একের পর এক আক্রমণ৷ ঘুম উড়েছে সাধারন মানুষের৷ এই রাজ্যের রাস্তায় এবার হেঁটে বেড়াচ্ছে সাত ফুটের কুমির! তীব্র আতঙ্ক গ্রামবাসীদের মধ্যে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লখিমপুর খেরি: কখনও বাড়িতে ঢুকে পড়ছে সাপ, কখনও নেকড়ের আক্রমণ প্রাণ যাচ্ছে গ্রামবাসীর আবার কখন পাগলা শিয়াল আক্রমণ করছে বৃদ্ধ মানুষকে৷ গত কয়েক দিনে সাধারণ মানুষের উপর বন্য জন্তুদের আক্রমণের ঘটনা একাধিক ঘটেছে৷ তালিকায় এবার নাম লিখিয়ে ফেলল কুমিরও৷
নেকড়ে, চিতাবাঘ ঘুম কেড়েছে, এই রাজ্যের রাস্তায় এবার সাত ফুটের কুমির! তীব্র আতঙ্ক
নেকড়ে, চিতাবাঘ ঘুম কেড়েছে, এই রাজ্যের রাস্তায় এবার সাত ফুটের কুমির! তীব্র আতঙ্ক
advertisement

ইউপির লখিমপুর জেলার নিঘাসন তহসিল এলাকার দৌলতাপুরের রাস্তায় একটি কুমিরকে হামাগুড়ি দিতে দেখা গিয়েছে। গভীর রাতে এখানে রাস্তা দিয়ে যাওয়া পথচারীদের গাড়ির সামনে কুমিরটিকে দেখা যায়। ঘটনায় প্রবল আতঙ্কের সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মনে। রাস্তায় চলাচল করতে রীতিমতো ভয় করছে তাদের।

আরও পড়ুন : বাড়ছে বন্য পশুদের অত্যাচার, ঘুম উড়ছে গ্রামবাসীদের! কারণ ব্যাখ্যা বিশেষজ্ঞের

advertisement

কুমিরটি ছিল ৭ ফুট লম্বা নিঘাসন তহসিল এলাকার দৌলতাপুর গ্রামের বাসিন্দারা কুমিরের ভয়ে রাতে ক্ষেতের দিকেও যেতে পারছেন না। তাদের মুখে এখন একটা প্রশ্ন, ৭ ফুট লম্বা কুমির তেড়ে এলে কী হবে? আসলে রাতের অন্ধকারে গাড়ির সামনে দেখতে পাওয়া গিয়েছিল কুমিরটিকে। গাড়িতে উপস্থিত লোকজন সেটির ভিডিয়ো তৈরি করে সোশ্যাল প্ল্যাটফর্মে ছেড়ে দেয়৷ ভিডিওটি নিমেষে ভাইরাল হয়ে যায়৷ তারপরেই গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

advertisement

আরও পড়ুন : বাজারে আসতেই হুড়োহুড়ি শুরু, এই শহরে প্রথম দিনেই বিক্রি হল ১০০ আইফোন!

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

ভাইরাল হওয়া ভিডিয়োতে স্পষ্ট দেখা গিয়েছে, কীভাবে রাস্তার ওপরে একটা ৭ ফুট লম্বা কুমির হামাগুড়ি দিচ্ছে। আসলে সেটি খাল অথবা পুকুর থেকে বের হয়ে রাস্তায় এসেছে৷ প্রবল বৃষ্টির প্রভাবে আপাতত উত্তরপ্রদেশের সব নদীই ভেসে গিয়েছে৷ টানা টানা বর্ষণে খাল-বিল, পুকুর তলিয়ে গিয়েছে। মনে করা হচ্ছে, এই অবস্থায় কুমিরটি হয়তো নদী থেকে বেরিয়ে এসে পথ হারিয়ে ফেলেছে৷ সেটি আর ফিরতে পাচ্ছে না৷ বন দফতরের কর্মীদের খবর দেওয়া হয়েছে৷ তারা চেষ্টা চালাচ্ছে হিংস্র জন্তুটিকে যথাস্থানে ফেরানোর৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Uttar Pradesh News: নেকড়ে, চিতাবাঘ ঘুম কেড়েছে, এই রাজ্যের রাস্তায় এবার সাত ফুটের কুমির! তীব্র আতঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল