TRENDING:

Congress leaders from Uttar Pradesh join TMC: উত্তর প্রদেশেও কংগ্রেসে ভাঙন ধরালো তৃণমূল, যোগ দিলেন দুই নেতা, বারণসী যাচ্ছেন মমতা

Last Updated:

উত্তর প্রদেশে (Uttar Pradesh) কংগ্রেসে ভাঙন ধরিয়ে থামছে না কংগ্রেস৷ ছট পুজোর পরই তিনি নিজে বারাণসী যাবেম বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee in Uttar Pradesh)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: গত শনিবার উপনির্বাচনের প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, তৃণমূলের পরের টার্গেট উত্তর প্রদেশ৷ তার ঠিক দু' দিনের মাথায় উত্তর প্রদেশে কংগ্রেসে ভাঙন ধরালো তৃণমূল (Congress leaders from Uttar Pradesh join TMC)৷ এ দিন শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন উত্তর প্রদেশে কংগ্রেসের সহ সভাপতি রাজেশপতি ত্রিপাঠী৷ তাঁর সঙ্গে তৃণমূেল যোগ দিলেন উত্তর প্রদেশের আরও এক কংগ্রেস নেতা ললিত ত্রিপাঠী৷
কংগ্রেস থেকে যোগ দেওয়া উত্তর প্রদেশের দুই নেতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়৷
কংগ্রেস থেকে যোগ দেওয়া উত্তর প্রদেশের দুই নেতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement

উত্তর প্রদেশে (Uttar Pradesh) কংগ্রেসে ভাঙন ধরিয়ে থামছে না কংগ্রেস৷ ছট পুজোর পরই তিনি নিজে বারাণসী যাবেম বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee in Uttar Pradesh)৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দলে যোগ দিয়ে উত্তর প্রদেশের দুই নেতাই তাঁকে সেখানে যাওয়ার জন্য অনুরোধ করেছেন৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দুই নেতাই কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন৷

advertisement

আরও পড়ুন: 'BJP ভাইরাস-শ্যামাপোকা', দিনহাটায় 'একমাত্র ভ্যাকসিনের' খোঁজ দিলেন অভিষেক

আগামী বছর উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন৷ তৃণমূলে যোগ দেওয়া কংগ্রেস নেতা রাজেশপতি ত্রিপাঠী বলেন, 'কংগ্রেস দুর্বল হচ্ছে বলেই কংগ্রেস কর্মীরা বিজেপি-র সঙ্গে লড়তে পারছে না৷ তারা নিজেদের দুর্বল মনে করছে৷' আর এক নেতা ললিত ত্রিপাঠী বলেন, 'উত্তর প্রদেশের মানুষ সচেতন৷ সময় সময় নতুন বিকল্প বেছে নিয়েছেন৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতৃত্ব থাকলে আমরা নিশ্চিত যে উত্তর প্রদেশের মানুষও বিশ্বাস করবেন যে বিজেপি-র প্রকৃত বিরোধিতা করতে পারে তৃণমূলই৷ ' মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উত্তর প্রদেশের মানুষকে নিয়েই সেখানে সংগঠন গড়ে তুলবে তৃণমূল৷

advertisement

এর আগে গোয়াতেও কংগ্রেসে বড়সড় ভাঙন ধরিয়েছে তৃণমূল৷ এবার উত্তর প্রদেশেও একই পথে হাঁটল তারা৷ এ দিনও উত্তর প্রদেশের দুই কংগ্রেস নেতার যোগদান পর্বে কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূলনেত্রী৷ লখিমপুর খেরিতে কৃষক মৃত্যুর ঘটনার পরে কংগ্রেসের অনেক আগেই যে তৃণমূল সাংসদরা সেখানে পৌঁছে গিয়েছিলেন, সেকথাও মনে করিয়ে দেন তৃণমূলনেত্রী৷ পাশাপাশি, কৃষি আইন বিরোধী আন্দোলনেও কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বুঝিয়ে দিয়েছেন, কংগ্রেস বিজেপি বিরোধিতায় ব্যর্থ হয়েছে বলেই অন্যান্য রাজ্যও সক্রিয় হচ্ছে তৃণমূল৷ মু্খ্যমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, তৃণমূল এখন সর্বভারতীয় দল৷

advertisement

কংগ্রেসের উপর নির্ভর না করে অন্যান্য রাজ্যের স্থানীয় ছোট ছোট দলগুলিকে সঙ্গে নিয়েই যে তৃণমূল বিজেপি-কে কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলতে চায়, তাও স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলনেত্রী৷ তিনি বলেন, মানুষ চাইছে বলেই আমরা এখন অন্য রাজ্যে যাচ্ছি৷ বাংলায় পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল৷ তাই বাংলায় কাজ করেও অন্যান্য রাজ্যে কাজ করা যায়৷ অনেক ছোট ছোট দল আছে, আমরা তাদের সম্মান করি৷ এই রাজনৈতিক খেলায় আমরা সবাইকে অন্তর্ভুক্ত করতে চাই৷ যে আসবে ভালো, যে আসবে না তার পছন্দ৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে তৃণমূল যে সমাজবাদী পার্টির মতো বিজেপি বিরোধী দলের পথে বাধা হয়ে দাঁড়াবে না, তাও জানিয়েছেন মমতা৷ অখিলেশ যাদবকে বার্তা দিয়ে তৃণমূলনেত্রী বলেন, 'অখিলেশ আমার ছোট ভাইয়ের মতো৷ আমরা তাঁর পথে বাধা হব না৷ আমরা নিজেদের কাজ করব৷ রাজনীতির থেকেও মানবিকতা বেশি জজরুরি৷ কেউ তো মানুষের সমস্যাগুলি নিয়ে প্রশ্নই তুলছে না৷'

বাংলা খবর/ খবর/দেশ/
Congress leaders from Uttar Pradesh join TMC: উত্তর প্রদেশেও কংগ্রেসে ভাঙন ধরালো তৃণমূল, যোগ দিলেন দুই নেতা, বারণসী যাচ্ছেন মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল