একটি ফার্মে চাকরি করেন ওই যুবতী। রোজকার মতো সেদিনও অফিস চলে যান তিনি! কিন্তু একটু আগেই বাড়ি ফিরে আসেন মহিলা! আর এসে যা দেখেন তাতে চক্ষু চড়কগাছ। বাড়িতে মহিলার প্রেমিকের সঙ্গে একাই ছিল তাঁর নাবালিকা মেয়ে! কিন্তু এই কাণ্ড হতে পারে তা স্বপ্নেও ভাবেননি মহিলা! বাড়ি ফিরে দেখেন নাবালিকা মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করছেন ওই যুবক! একেবারে হাতে নাতে ধরা পড়ে, মহিলাকেও আঘাত করার চেষ্টা করে ওই যুবক। যদিও মেয়েকে বাঁচিয়ে নেন মহিলা!
advertisement
আরও পড়ুন: কোটি টাকার ব্যবসা হত! গরু পাচার কাণ্ডের পর থেকেই গরুর হাটে মন্দা! জানুন
এর পরেই নিজের রাগ ধরে রাখতে পারেন না তিনি! রান্না ঘর থেকে সবজি কাটার ছুড়ি নিয়ে এসে কুচি কুচি করে কাটেন ওই যুবকের যৌনাঙ্গ! রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন যুবক। এবার মহিলা নিজেই পুলিশ ডাকেন। তিনি জানান, উচিত শিক্ষা দিতেই যুবকের যৌনাঙ্গ তিনি কেটে নিয়েছেন! অন্যদিকে ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনা জানাজানি হতেই শোরগোল শুরু হয়!