মঙ্গলবার অখিলেশ যাদবের (Akhilesh Yadav) সঙ্গে সাক্ষাৎ করেন কাফিল খান (Dr. Kafeel Khan) এবং গোরখপুর হাসপাতাল ট্র্যাজেডি বিষয়ে তাঁর লেখা একটি বই উপহার দেন। সূত্রের খবর, সমাজবাদী পার্টি পুরনো মুখের পরিবর্তে নতুন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার কথা ভাবছে এবং বর্তমান এমএলসিদের টিকিট নাও মিলতে পারে এবার। সূত্রের খবর, যে বিধায়ক পদপ্রার্থীরা চলতি বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে (UP assembly polls 2022) লড়েছিলেন এবং অল্প ব্যবধানে হেরে গিয়েছেন তাঁরা এমএলসি নির্বাচনের (UP MLC elections 2022) টিকিট পেতে পারেন।
advertisement
আরও পড়ুন- ১২-১৪ বছর বয়সীদের কোভিড টিকাদান শুরু, কীভাবে নাম রেজিস্ট্রেশন করাবেন জেনে নিন!
উত্তরপ্রদেশ বিধান পরিষদের ৩৬ টি আসনে এমএলসি নির্বাচন (UP MLC elections 2022) আয়োজিত হবে ৯ এপ্রিল এবং ১২ এপ্রিল ভোট গণনা হবে। রাজ্যের সমস্ত প্রধান দলগুলিই প্রার্থীদের নাম চূড়ান্ত করতে শুরু করেছে। বুধবার থেকেই মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।
উত্তরপ্রদেশে বিধান পরিষদ নির্বাচনের (UP MLC elections 2022) মনোনয়ন দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৩০ টি আসনের জন্য ১৫ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত ফর্ম জমা দেওয়া যাবে এবং ২১ মার্চ মনোনয়নপত্র যাচাই হবে ২৩ মার্চ পর্যন্ত নাম প্রত্যাহার করা যাবে। দ্বিতীয় ধাপে বাকি আসনের মনোনয়নপত্র জমা নেওয়া হবে ২২ মার্চ পর্যন্ত। ২৩ মার্চ মনোনয়নপত্র যাচাই করা হবে এবং ২৫ মার্চ পর্যন্ত নাম প্রত্যাহার করা যাবে।
আরও পড়ুন- ছেলে বিধায়ক হলেও ঝাড়ু ছাড়বেন না, সাফাইকর্মীর কাজই করবেন 'আম আদমি' লাভ সিংয়ের মা
বর্তমানে বিধান পরিষদে (Uttar Pradesh Legislative Council) সবচেয়ে বেশি আসন রয়েছে সমাজবাদী পার্টিরই। সপার ৪৮ টি আসন, আর বিজেপির রয়েছে ৩৬ টি আসন। যদিও, SP-এর ৮ জন এমএলসি এখন বিজেপিতে যোগ দিয়েছেন। পাশপাশি বিএসপির ১ জন এমএলসিও বিজেপিতে যোগ দিয়েছেন। এবারের বিধান পরিষদ নির্বাচনে (UP MLC elections 2022) সর্বোচ্চ আসন পেয়ে উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার চেষ্টা করবে বিজেপি।