TRENDING:

UP Election Results 2022: উত্তরপ্রদেশ নির্বাচনে ৯৭% আসনে কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত! বিএসপির ৭২%

Last Updated:

Assembly Election Results 2022: নির্বাচনী নিয়ম অনুযায়ী, যে প্রার্থী একটি নির্বাচনী এলাকায় মোট বৈধ ভোটের অন্তত এক ষষ্ঠাংশ নিশ্চিত করতে ব্যর্থ হন তাঁর জামানত বাজেয়াপ্ত হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তরপ্রদেশ: উত্তরপ্রদেশে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে (Assembly Election 2022) ভোটে লড়া ৩৯৯ টি আসনের মধ্যে ৩৮৭ টিতেই জামানত বাজেয়াপ্ত হয়েছে কংগ্রেসের! মাত্র দু’টি আসনে জয়ী হয়েছে এই দল (Congress in Uttar Pradesh)। প্রায় সমস্ত আসনে প্রতিদ্বন্দ্বিতা (UP Election Results 2022) করেও মোট ভোটের মাত্র ২.৪% পেয়েছে কংগ্রেস। মাত্র ৩৩ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা RLDও কংগ্রেসের থেকে বেশি ভোট পেয়েছে, ২.৯%। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীর (Former CM Mayawati) বহুজন সমাজ পার্টি (Bahujan Samaj Party) হল আরেকটি বড় দল যাদের ৪০৩ টির মধ্যে ২৯০ টি আসনেই জামানত বাজেয়াপ্ত হয়েছে। এমনকী বিজয়ী বিজেপিরও ৩৭৬ টি আসনের মধ্যে তিনটিতে জামানত বাজেয়াপ্ত (UP Election Results 2022) হয়েছে এবং প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টির (SP) ৩৪৭ টি আসনের মধ্যে ছয়টিতে জামানত বাজেয়াপ্ত হয়েছে।
advertisement

আরও পড়ুন- "পরিশ্রমকে ভোটে রূপান্তরিত করতে পারিনি," কংগ্রেসের ভরাডুবিতে আক্ষেপ প্রিয়াঙ্কার

বিজেপির জোট সহযোগী আপনা দল (সোনেলাল) এবং নিষাদ দল যে ২৭ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা (UP Election Results 2022) করেছিল তার একটিতেও তাদের জামানত বাজেয়াপ্ত হয়নি। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, তাদের শুধুমাত্র সেই আসনগুলিই (UP Election Results 2022) দেওয়া হয়েছিল যেখানে তাদের লড়াই করার সুযোগ ছিল।

advertisement

উল্টোদিকে, সমাজবাদী পার্টির ছোট দল এসবিএসপি এবং আপনা দলের (কামেরওয়াড়ি) মোট ২৫ জন প্রার্থীর মধ্যে ৮ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এমনকি পুরনো জোটসঙ্গী আরএলডির ৩৩ টি আসনের মধ্যে তিনটিতে জামানত বাজেয়াপ্ত হয়েছে।

আরও পড়ুন- জোট গড়েও হার অখিলেশের, যোগীকে 'গোরখপুরে ফেরত' পাঠাতে ব্যর্থ সমাজবাদী পার্টি!

নির্বাচনী নিয়ম অনুযায়ী, যে প্রার্থী একটি নির্বাচনী এলাকায় মোট বৈধ ভোটের অন্তত এক ষষ্ঠাংশ নিশ্চিত করতে ব্যর্থ হন তাঁর জামানত বাজেয়াপ্ত হবে। সামগ্রিকভাবে, উত্তরপ্রদেশে ৪,৪৪২ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে ৩,৫২২ বা প্রায় ৮০%-এরই জামানত বাজেয়াপ্ত হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

নির্বাচন কমিশন (EC) সূত্রের খবর, বিধানসভা নির্বাচনে (UP Election Results 2022) বিজেপি সর্বোচ্চ ৪১.৩ শতাংশ ভোট নিজেদের ঝুলিতে ভরে দ্বিতীয় দফায় নিজেদের শাসন জারি রেখেছে। তারপরেই রয়েছে সমাজবাদী পার্টি, ৩২ শতাংশ ভোট পেয়েছে তারা। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে, বিএসপি ৪০৩ টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং তার মধ্যে মাত্র ১৯ টি জিতেছিল এবং ৮১ টি আসনে বিএসপির জামানত বাজেয়াপ্ত হয়েছিল। ২০১৭ সালে মোট ভোটের ২২ শতাংশের বেশি ভোট পেয়েছিল বসপা।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
UP Election Results 2022: উত্তরপ্রদেশ নির্বাচনে ৯৭% আসনে কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত! বিএসপির ৭২%
Open in App
হোম
খবর
ফটো
লোকাল