আরও পড়ুন- ফারুখাবাদের নাম বদলে হোক পাঞ্চালনগর, যোগীকে চিঠিতে নামবদলের আর্জি বিজেপি সাংসদের
অযোধ্যা সফরে, মুখ্যমন্ত্রী (UP CM Yogi Adityanath) জানান, নির্বাচনের আগে যা কিছু উন্নয়নের পরিকল্পনা করা হয়েছিল, যেগুলি মুলতুবি রয়েছে, সেগুলি অবিলম্বে শুরু করা উচিত এবং সময়মতো শেষ করা উচিত। যেসব প্রকল্পের কাগজপত্র অনুমোদনের জন্য যে স্তরেই ঝুলে থাকুক না কেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে তৎক্ষণাৎ সব প্রকল্পের কাজ শুরু করতে হবে বলে জানান যোগী।
advertisement
আরও পড়ুন- রাতের আকাশে প্রবল 'উল্কাবৃষ্টি'! ভারতে বিরল এই মহাজাগতিক দৃশ্যের ভিডিও ভাইরাল
দলীয় পর্যালোচনা সভায় অযোধ্যাকে একটি বড় উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী (UP CM Yogi Adityanath)। মঠ, মন্দির এবং ধর্মীয় স্থান থেকে অযোধ্যা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর আদায় নিষিদ্ধ করেছেন যোগী আদিত্যনাথ। অর্থাৎ রামের শহরের মঠ, মন্দির এবং ধর্মীয় স্থান থেকে আর বাণিজ্যিক কর নেওয়া হবে না। অযোধ্যার মিউনিসিপ্যাল কর্পোরেশন গঠনের পর মন্দিরের লক্ষাধিক টাকার কর আসছিল। মঠ ও মন্দিরের ধর্মাচার্যরা এই বিষয়ে মুখ্যমন্ত্রীর (UP CM Yogi Adityanath) কাছে একাধিক অভিযোগ দায়ের করেন। তারপরেই এই ব্যাপক কর থেকে মুক্তি দেওয়া হয় হিন্দু ধর্মস্থানগুলিকে।