TRENDING:

Union Ministry of Information and Broadcasting : সংবাদ পরিবেশন এবং শিরোনাম প্রসঙ্গে বেসরকারি চ্যানেলগুলির জন্য় উপদেশ-বিবৃতি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের

Last Updated:

Union Ministry of Information and Broadcasting: শনিবার জারি করা সেই বিস্তারিত পরামর্শমূলক বিবৃতিতে বলা হয়েছে কেবল্ টেলিভিশন নেটওয়ার্কস (রেগুলেশন) অ্যাক্ট, ১৯৯৫-এর ২০ নম্বর ধারা অনুসরণ করে চলার কথা৷ এই ধারায় বলা হয়েছে প্রোগ্যাম কোড বা অনুষ্ঠান বিধি সম্বন্ধে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি : সংবাদ পরিবেশন এবং শিরোনামের ক্ষেত্রে বেসরকারি চ্যানেলগুলিকে সতর্কতামূলক উপদেশ দিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক৷ অসত্য দাবি জানানো এবং বিকৃত শিরোনাম তৈরির দাবি তুলে মনে করিয়ে দেওয়া হয়েছে উপযুক্ত আচরণবিধি৷ শনিবার জারি করা সেই বিস্তারিত পরামর্শমূলক বিবৃতিতে বলা হয়েছে কেবল্ টেলিভিশন নেটওয়ার্কস (রেগুলেশন) অ্যাক্ট, ১৯৯৫-এর ২০ নম্বর ধারা অনুসরণ করে চলার কথা৷ এই ধারায় বলা হয়েছে প্রোগ্যাম কোড বা অনুষ্ঠান বিধি সম্বন্ধে৷
Union Ministry of Information and Broadcasting
Union Ministry of Information and Broadcasting
advertisement

মন্ত্রকের দাবি, সাম্প্রতিক অতীতে বেশ কিছু উপগ্রহ টেলিভিশন চ্যানেলে কয়েকটি ঘটনা এমনভাবে সম্প্রচারিত হয়েছে, তা অসত্য, দর্শকদের ভুল পথে চালিত করে এবং স্পর্শকাতর৷ আরও অভিযোগ, সেই সব সম্প্রচারে আপত্তিজনক ভাষা ও মন্তব্য ব্যবহার করা হয়েছে৷ সুরুচি ও ভদ্রতার বিরোধী, অশালীন ও অবমাননাকর সেই ভাষা ও সম্বোধনে জাতিমূলক বিদ্বেষের ছায়াও ছিল বলে সরকারি মন্ত্রকের তরফে দাবি তোলা হয়েছে৷

advertisement

উদাহরণস্বরূপ অ্যাডভাইসরিতে বলা হয়েছে রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব এবং উত্তর পশ্চিম দিল্লিতে নির্দিষ্ট ঘটনার কথা৷ অভিযোগ, এই ঘটনাগুলির কভারেজের ক্ষেত্রে টিভি চ্যানেলের খবর ও বিতর্কের আসরে প্রোগ্র্যাম কোড বা অনুষ্ঠানবিধির অবমাননা করা হয়েছে৷

আরও পড়ুন : ভিডিও দেখলে গায়ে কাঁটা দেবে! প্রাণ তুচ্ছ করে সমুদ্রে লাইফগার্ডকে বাঁচান সার্ফার

রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের ক্ষেত্রে মন্ত্রকের মনে হয়েছে টিভি চ্যানেলগুলি কেচ্ছামূলক শিরোনাম পরিবেশন করছে, যার সঙ্গে সংবাদের কোনও সম্পর্ক নেই৷ সাংবাদিকরাও ভিত্তিহীন ও অতিরঞ্জিত দাবি করেছেন বলে অভিযোগ৷ তাঁদের অতিশয়োক্তিতে দর্শকরা উত্তেজিত হয়ে পড়েছেন বলেও দাবি করা হয়েছে মন্ত্রকের বিবৃতিতে৷ পাশাপাশি, দিল্লি হিংসার খবরে উস্কানিমূলক শিরোনাম ও সংঘর্ষের ভিডিওতে জাতিবিদ্বেষ ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ৷ এর ফলে শান্তি ও আইনশৃঙ্খলার পরিবেশ বিঘ্নিত হয়েছে বলে মনে করা হচ্ছে৷ সেইসঙ্গে আরও অভিযোগ, এই প্রসঙ্গে টিভি চ্যানেলগুলি বিকৃত শিরোনাম পরিবেশন করেছে, যাতে কর্তৃপক্ষের পদক্ষেপে সাম্প্রদায়িক রং লেগেছে৷

advertisement

আরও পড়ুন : ১ ডজন পাউরুটির লোফে সবসময়ই ১২ টার বেশি স্লাইস থাকে!এই অদ্ভুত রীতির কারণ কী?

বেসরকারি টিভি চ্যানেলগুলিকে বিতর্ক পরিবেশনের ক্ষেত্রেও সতর্ক করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রকের তরফে৷ অভিযোগ, এই বিতর্কের আসরে অসংসদীয়, উস্কানিমূলক এবং সামাজিকভাবে অগ্রহণযোগ্য ভাষা, সাম্প্রদায়িক মন্তব্য এবং নিম্নমানের উদাহরণ ব্যবহার করা হয়েছে৷ এর ফলে দর্শকমনে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে অভিযোগ৷ সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির পরিবেশও এতে বিঘ্নিত হতে পারে দাবি কেন্দ্রীয় মন্ত্রকের তরফে৷

advertisement

আরও পড়ুন : গরমে এসির বিলের সঙ্গে নিজের ওজন দুই-ই কমাতে চান? পান করুন মাটির কলসির জল

শনিবার প্রকাশিত এই বিবৃতিতে টেলিভিশনের এই ধরনের অনুষ্ঠান নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় মন্ত্রক৷ জোরালো ভাবে পরামর্শ দেওয়া হয়েছে দ্য কেবল টেলিভিশন নেটওয়ার্কস (রেগুলেশন) অ্যাক্ট, ১৯৯৫ এবং তার অধীনস্থ নিয়মনীতিগুলিকে অমান্য না করার জন্য৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Union Ministry of Information and Broadcasting : সংবাদ পরিবেশন এবং শিরোনাম প্রসঙ্গে বেসরকারি চ্যানেলগুলির জন্য় উপদেশ-বিবৃতি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল