জলের অভাব
সারা পৃথিবীতে ৬৬.৩ কোটি মানুষ নিরাপদ পানীয় জলের অভাবে ভোগেন
এত সংখ্যক মানুষের বাড়ির কাছাকাছি পানীয় জলের কোনও ব্যবস্থা নেই ৷
পানীয়যোগ্য জল
পৃথিবীর মোট জলের ৯৭ শতাংশ হল সমুদ্রের নোনা জল ৷ এই ৯৭ শতাংশই পানের অযোগ্য ৷ বাকি ৩ শতাংশের মধ্যে ২ শতাংশ বরফ হয়ে হিমবাহ বা অন্য জায়গায় জমে রয়েছে ৷ পৃথিবীতে মানুষের ব্যবহারের জন্য রয়েছে মাত্র ১ শতাংশ জল ৷
advertisement
বিয়ার তৈরিতে জলের অপচয়
বিশাল পরিমাণ জলের অপচয় হয় বিয়ার কারখানায় ৷ এক পিন্ট বিয়ার তৈরি করতে ২০ গ্যালন জল লাগে ৷
জলের অপচয়
একটি সাধারণ নল দিয়ে মিনিটে ২ গ্যালন করে জল বের হয় ৷দাঁত ব্রাশ করার সময়ে কলের মুখ বন্ধ করে রাখলেই দিনে চার গ্যালন করে জল বাঁচানো সম্ভব ৷ বিভিন্ন পাবলিক টয়লেটে দিনে গড়ে ২০০ গ্যালন করে জল নষ্ট হয় ৷
দূষিত জল
বিশ্বে ১৮০ কোটি মানুষ দূষিত জল পান করেন ৷ সারা পৃথিবীতে ২৫০ কোটি মানুষ উন্নত শৌচাগারের সুবিধা পান না ৷ প্রবল জলকষ্টই এর অন্যতম কারণ ৷
জলে বিষ
পশ্চিমবঙ্গের ভূগর্ভস্থ জলে আর্সেনিক ও ফ্লোরাইডের দূষণ ছড়াচ্ছে ৷ ভূগর্ভের জলস্তর যত নামবে, তত বাড়বে এই দুই দূষণ ৷
নামছে জলস্তর
ফি বছর রাজ্যের ১৭৪টি ব্লকে ২০ সেন্টিমিটার করে জলস্তর নেমে যাচ্ছে ৷ পশ্চিমবঙ্গের ৩৮টি জেলায় ভূগর্ভস্থ জলস্তর আধা-সঙ্কটাপন্ন ৷
নোংরা জল ও মৃত্যু
প্রতিবছর নোংরা জল ব্যবহার করে ও শৌচাগারের অভাবে সারা বিশ্বে ৮ লক্ষ ৪২ হাজার মানুষ মারা যান ৷ সারা বিশ্বে বিশুদ্ধ জল ও শৌচাগার থাকলে মোট রোগ ৯.১ শতাংশ হারে কমত ৷ বছরে মৃত্যুর হার ৬.৩ শতাংশ হারে কমত ৷