TRENDING:

Bihar bridge collapse: এই নিয়ে দু' বার! বিহারে হুড়মুড়়িয়ে ভাঙল ১২ কোটির সেতু, দেখুন ভিডিও

Last Updated:

২০২০ সালেও ওই সেতুটি একবার নদীতে ভেঙে পড়েছিল৷ তখন সেতুর উপরে থাকা চার মোটরবাইক আরোহী সহ বেশ কয়েকজন নদীতে পড়ে যান৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আরারিয়া: সেতু তৈরি করলে তা যেন টিকছেই না বিহারে৷ এবার বিহারের আরারিয়া জেলায় ভেঙে পড়ল একটি নির্মীয়মাণ সেতু৷ বাকরা নদীর উপরে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ চলছিল৷ স্থানীয়দের অভিযোগ, ব্রিজ তৈরির বরাত পাওয়া সংস্থা এবং প্রশাসনের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে৷
বিহারে ভেঙে পড়ল সেতু৷
বিহারে ভেঙে পড়ল সেতু৷
advertisement

সেতু ভেঙে পড়ার মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে৷ জানা গিয়েছে, বাকরা নদীর দু পাড়ে থাকা সিখতি এবং কুরসাকত্তা ব্লকের মধ্যে সংযোগ স্থাপনের জন্য ওই সেতুটি তৈরি করা হচ্ছিল৷

আরও পড়ুন: ক্ষমতা ধরে রাখতে হিমশিম খাবে মোদি সরকার, যোগাযোগ রাখছেন অনেকেই: রাহুল গান্ধি

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২০ সালেও ওই সেতুটি একবার নদীতে ভেঙে পড়েছিল৷ তখন সেতুর উপরে থাকা চার মোটরবাইক আরোহী সহ বেশ কয়েকজন নদীতে পড়ে যান৷ এর পর ফের সেতুটি নির্মাণের জন্য নতুন করে অর্থ বরাদ্দ করা হয়৷ তার পরেও সেতুটির একই পরিণতি হল৷

advertisement

advertisement

এই ঘটনায় স্বভাবতই বিহার সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা৷ যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি শ্রীনিবাস বিভি সমাজমাধ্যমে লেখেন, ডবল ইঞ্জিন সরকারের তৈরি ব্রিজ নদীর জলে ভেসে গেল৷ এটা বিহারের আরারিয়া জেলার ছবি৷

বিহারে অবশ্য নির্মীয়মাণ সেতু ভেঙে পড়ার ঘটনা নতুন নয়৷ চলতি বছরের মার্চ মাসেই ভাগলপুর এবং খাগারিয়া জেলার মধ্যে সংযোগস্থাপনের জন্য তৈরি একটি নির্মীয়মাণ সেতু ভেঙে পড়েছিল৷ সেই ঘটনায় এক শ্রমিকের মৃত্যুও হয়৷

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় ছোটদের জন্য আলাদা আনন্দ! বাচ্চাদের নিয়ে গেলে মিস করবেন না এই রঙিন পার্ক, রইল হদিশ
আরও দেখুন

২০২২ সালেও ভাগলপুর এবং বেগুসরাই জেলায় দুটি সেতু ভেঙে পড়ার ঘটনা ঘটেছিল৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Bihar bridge collapse: এই নিয়ে দু' বার! বিহারে হুড়মুড়়িয়ে ভাঙল ১২ কোটির সেতু, দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল