আরও পড়ুন: আগামিকাল ভোট, সকাল থেকেই দফায় দফায় এজেন্ট ও নেতাদের সঙ্গে বৈঠকে শত্রুঘ্ন-বাবুল
১২ এপ্রিল কোলাপুর উত্তর কেন্দ্রে উপনির্বাচন। তারই প্রচারে গিয়ে মহা বিকাশ আগাড়ি সরকারের প্রধান উদ্ধব ঠাকরে বলেন, বালসাহেব ঠাকরেই বিজেপিকে বুঝিয়েছিলেন যে হিন্দুত্ব এবং গেরুয়া তাদের দিল্লি দখলে সহায়ক হবে। উদ্ধব ঠাকরের দাবি এবং সমালোচনার পাল্টা জবাব দিয়েছেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী রাওসাহেব পাতিল দানভে।
advertisement
আরও পড়ুন: রাজ্যের উন্নয়নে বিরাট পদক্ষেপ, নবান্নের এক বৈঠক ঘিরে শোরগোল তুঙ্গে
তিনি বলেছেন, ভগবান রামচন্দ্রকে নিয়ে রাজনীতি করছে শিবসেনা। বিজেপি কখনও ভগবানকে নিয়ে রাজনীতি করে না বলে দাবি তাঁর। তাঁর কথায়, "আমাদের ভূমিকা থাকে সবসময় হিন্দুত্বের পক্ষে লড়াই করা। শিবসেনা তাদের সত্ত্ব বিক্রি করে দিয়েছে, আমরা নই। সময়ে সময়ে নিজেদের রং বদল করেছে শিবসেনা। জরুরি অবস্থার সময়ে ওরা আমাদের সমর্থন করেছিল। প্রণব মুখোপাধ্য়ায় যখন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হন, সমর্থন করেছিল শিবসেনা।" তাঁর মতে, বিজেপি শুধু দলীয় প্রতীক পাল্টেছে, অবস্থান নয়। এদিকে, দেশে রাম নবমীকে কেন্দ্র করে হিংসা ছড়িয়ে পড়ার নিন্দা করে টুইট করেছেন রাহুল গান্ধি। তিনি লিখেছেন,"ঘৃণা, হিংসা এবং আলাদা করে দেওয়া আমাদের প্রিয় দেশকে দুর্বল করে দিচ্ছে। অগ্রগতির পথ সৌভ্রাতৃত্ব, শান্তি এবং সম্প্রীতি। ঐক্যবদ্ধ ভারত গড়ে তুলতে সবাইকে একজোট হতে হবে।"
RAJIB CHAKRABORTY