TRENDING:

Tripura Politics: গোমূত্র দিয়ে কুলকুচি করতে কে বললেন কাকে?

Last Updated:

রাজনৈতিক মহলে জোর চর্চা জানুন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, আগরতলা: ত্রিপুরায় বিধানসভা ভোটের আগে বাম-কংগ্রেস জোটের প্রসঙ্গ উঠতেই, বিজেপি শিবির কড়া ভাষায় আক্রমণ শানাচ্ছে দুই রাজনৈতিক দলকেই৷ ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, ‘‘সিপিআইএমের সঙ্গে জোট করার আগে কংগ্রেস নেতাদের গোমূত্র দিয়ে মুখ ধোয়া উচিত।’’ যদিও রাজ্যের মন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কটাক্ষ পালটা করতে শুরু করেছে বাম-কংগ্রেস নেতারাও ৷
গোমূত্র দিয়ে কুলকুচি করতে কে বললেন কাকে?
গোমূত্র দিয়ে কুলকুচি করতে কে বললেন কাকে?
advertisement

বাংলার পথ ধরে ত্রিপুরায় বাম-কংগ্রেস জোট হচ্ছেই ! জল্পনায় কার্যত শিলমোহর দিয়ে দিয়েছিলেন সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। এবার আগরতলায় সিপিএমের দলীয় কার্যালয় মেলাঘরে গেলেন কংগ্রেস নেতা অজয় কুমার। সূত্রের খবর, সেখানে জোটের পক্ষেই আলোচনা এগিয়েছে ৷ তবে আনুষ্ঠানিক ঘোষণা কবে হবে তা এখনও স্থির করা হয়নি। দু'দিন আগেই সীতারাম ইয়েচুরির সাফ কথা ছিল, “আমাদের প্রথম লক্ষ্য বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি থেকে দেশকে মুক্ত করা। তাই ত্রিপুরায় বিজেপিকে হারাতে যা যা দরকার তা আমরা করব।” সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেছেন, বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে ধর্মনিরপেক্ষ শক্তিকে একজোট হতে হবে।

advertisement

মাণিক সরকারও একই অভিমত ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, বামফ্রন্টের মধ্যে জোট রয়েছে। বাকি কোনও ধর্মনিরপেক্ষ শক্তি যদি জোট করতে চায় তাহলে আলোচনা হতে পারে। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ , সভাপতি বীরজিত সিনহাও সিপিআইএমের পক্ষে জোটের সাওয়াল করে চলেছেন। ত্রিপুরা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের স্ক্রুটিনি কমিটির চেয়ারম্যান দীপা দাশমুন্সিও  বামেদের সঙ্গে জোটের পক্ষেই অভিমত ব্যক্ত করেছেন। তবে দুই শিবিরের আসন সমঝোতা এখনও হয়নি।

advertisement

আরও পড়ুন- আর মাত্র ক'দিন! শনির অবস্থান পরিবর্তনে তৈরি হতে চলেছে বিশেষ যোগ! কারা কারা লাভবান হবেন এতে?

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

অন্যদিকে বাম ও কংগ্রেস আলাদা আলাদা করে কথা বলছে তিপ্রামোথার সঙ্গেও। তারা চাইছে তাদের এই জোটে শামিল হন মহারাজা প্রদ্যোত কিশোর মাণিক্যর দল। যদিও সেদিক থেকে এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। এদিকে বাম-কংগ্রেস জোট হয়েছিল ২০২১ সালে পশ্চিম বাংলার বিধানসভা ভোটেও। যদিও সেই জোট কার্যত মুখ থুবড়ে পড়ে৷ দুই রাজনৈতিক দল শূন্য পায়। তাই এবার জোট নিয়ে ভাবনা চিন্তা করে এগোচ্ছে দুই দল। বিশেষ করে ২০২৪ সালের আগে উত্তর-পূর্ব ভারতের এই ছোট রাজ্যের ভোটে নজর রয়েছে সকলের।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Politics: গোমূত্র দিয়ে কুলকুচি করতে কে বললেন কাকে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল