Shani Gochar 2023: আর মাত্র ক'দিন! শনির অবস্থান পরিবর্তনে তৈরি হতে চলেছে বিশেষ যোগ! কারা কারা লাভবান হবেন এতে?
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Shani Gochar 2023: শনি তার রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে ধনু রাশিতে চলমান সাড়ে সাতির অবসান ঘটবে। এর পরে মকর রাশিতে অন্তিম ঢাইয়া, কুম্ভ রাশিতে দ্বিতীয় ঢাইয়া এবং মীন রাশির প্রথম ঢাইয়া শুরু হবে। মিথুন, সিংহ ও তুলা রাশির জাতক-জাতিকারা ঢাইয়া থেকে মুক্তি পাবেন।
ভারতীয় জ্যোতিষশাস্ত্রে নবগ্রহের অধীনে শক্তির চূড়ান্ত অধিপতি হিসাবে বিবেচিত হন শনিদেব। আগামী ১৭ জানুয়ারি মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছেন তিনি। শনি তাঁর রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে ধনু রাশিতে চলমান সাড়ে সাতির অবসান ঘটবে। এর পরে মকর রাশিতে অন্তিম ঢাইয়া, কুম্ভ রাশিতে দ্বিতীয় ঢাইয়া এবং মীন রাশির প্রথম ঢাইয়া শুরু হবে। মিথুন, সিংহ ও তুলা রাশির জাতক-জাতিকারা ঢাইয়া থেকে মুক্তি পাবেন।
advertisement
জ্যোতিষাচার্য পন্ডিত অমর ডাব্বাওয়ালা জানিয়েছেন, পঞ্জিকার গণনা অনুসারে, ধর্ম, আধ্যাত্মিকতা, সংস্কৃতি, শক্তি, নেতৃত্ব, ব্যবসায়িক উন্নতি, অর্থনৈতিক উন্নতি এবং ভাগ্যের কারক হিসাবে বিবেচিত শনি আগামী কয়েকদিনে, সূর্যদেবের মকর রাশিতে অধিষ্ঠানজনিত সংক্রান্তির প্রায় পর পরই কুম্ভ রাশিতে অবস্থান করবেন। সূর্যদেব মকর রাশিতে এলেও মকর রাশি ছেড়ে আগামী ১৭ জানুয়ারি, ২০২৩ তারিখে শনি কুম্ভ রাশিতে প্রবেশ করবেন। এই রাশিতে শনির প্রভাব ইতিবাচক। গত আড়াই বছর ধরে মকর রাশিতে অবস্থানকালীন শনির এবার বিপরীতমুখী গতি শুরু হবে। শনি কুম্ভ রাশিতে প্রবেশের পর পার্থিব দৃশ্যপট বদলে যাবে। ধর্ম, আধ্যাত্মিকতা ও সংস্কৃতির প্রতি জনসাধারণের বিশেষ মনোযোগ থাকবে থাকবে। প্রসঙ্গত উল্লেখ্য, ৩০ বছর পর কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছেন শনি।
advertisement
advertisement
শনি গোচর ২০২৩: দেশে কী প্রভাব পড়বে: শনি দেবের অবস্থান পরিবর্তনে উজ্জয়িনীর বিকাশ ত্বরান্বিত হবে। বৃষ রাশিতে উজ্জয়িনীর অবস্থানের কারণে বা বৃষ রাশির উপস্থিতির কারণে শনির অবস্থান পরিবর্তনে একটি বিশেষ পরিস্থিতি তৈরি হতে চলেছে। শনি কুম্ভ রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে উজ্জয়িনীতে ব্যবসার নতুন নতুন পরিসর তৈরি হবে। নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এই সময়টা চলবে প্রায় আড়াই বছর, আড়াই বছর পর আবার পরিস্থিতির বদল হবে। এবারে দেখে নেওয়া যাক ১২টি রাশিতে শনির এই পরিবর্তন কীরকম শুভ বা অশুভ ফল বয়ে আনতে চলেছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement