TRENDING:

Tripura Assembly Election 2023: ভোটের আগে তাতছে ত্রিপুরা, এবার তিপ্রামোথার সমর্থকদের বিরুদ্ধে 'দাদাগিরি'র অভিযোগ

Last Updated:

গোটা ঘটনায় পর্যন্ত মোট চারজনকে বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য় পাঠানো হয়। কিন্তু তাঁদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের জিবি হাসপাতালে রেফার করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ত্রিপুরা: ভোটের ঠিক আগে তিপ্রামোথার সমর্থকদের বিরুদ্ধে 'দাদাগিরি'র অভিযোগ। অভিযোগ, গত মঙ্গলবার সন্ধেবেলা চড়িলাম বিধানসভার লালসিংমুড়া বাজার তছনছ করে ত্রিপুরা রাজ প্রদ্যুৎ কিশোর মাণিক্যের দলের সমর্থকেরা। ঘটনার জেরে বুধবার সকালেও থমথমে গোটা এলাকা।
advertisement

ঘটনার সূত্রপাত মঙ্গলবার দুপুরে। এদিন চড়িলাম বিধানসভা কেন্দ্রে জনসভা করেন প্রদ্যোত কিশোর দেব বর্মন। অভিযোগ, সেই সভা থেকে ফেরার সময়েই লালসিংমুড়া বাজারের কাছে স্থানীয় কয়েকজন মানুষের সঙ্গে বচসায় জড়ান কয়েকজন তিপ্রামোথা সমর্থক। বচসা ক্রমশ গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, মারের হাত থেকে রেহাই পাননি বিশালগড় বাজারের এক প্রতিষ্ঠিত মিষ্টি ব্যবসায়ী প্রহ্লাদ পাল, দীপ ভৌমিকের মতো বহু সাধারণ মানুষ।

advertisement

আরও পড়ুন: মানিকে ভরসা নেই? তাহলে কে হবে মুখ্যমন্ত্রীর 'মুখ'? এবার কি ত্রিপুরার 'মমতা' খুঁজছে বিজেপি?

advertisement

এলাকাবাসীর অভিযোগ, তিপ্রামোথার সমর্থকেরা এতটাই বেপরোয়া ছিলেন যে, আহতদের উদ্ধার করে বিশালগড় অগ্নি নির্বাপক দফতরের কর্মীরা হাসপাতালে নিয়ে যেতে চাইলে তাঁদেরকেও আটকানোর চেষ্টা করেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেখে সিপাহীজলা জেলা পুলিশের উচ্চপদস্থ অধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান। তারপর কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সহায়তায় আহতদের একে একে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ার রামপুরের ৫০০ বছরের দুর্গাপুজো,বিদায়বেলায় ঘটে চমকে যাওয়ার মতো ঘটনা
আরও দেখুন

গোটা ঘটনায় পর্যন্ত মোট চারজনকে বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য় পাঠানো হয়। কিন্তু তাঁদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের জিবি হাসপাতালে রেফার করে।

বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Assembly Election 2023: ভোটের আগে তাতছে ত্রিপুরা, এবার তিপ্রামোথার সমর্থকদের বিরুদ্ধে 'দাদাগিরি'র অভিযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল