ঘটনার সূত্রপাত মঙ্গলবার দুপুরে। এদিন চড়িলাম বিধানসভা কেন্দ্রে জনসভা করেন প্রদ্যোত কিশোর দেব বর্মন। অভিযোগ, সেই সভা থেকে ফেরার সময়েই লালসিংমুড়া বাজারের কাছে স্থানীয় কয়েকজন মানুষের সঙ্গে বচসায় জড়ান কয়েকজন তিপ্রামোথা সমর্থক। বচসা ক্রমশ গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, মারের হাত থেকে রেহাই পাননি বিশালগড় বাজারের এক প্রতিষ্ঠিত মিষ্টি ব্যবসায়ী প্রহ্লাদ পাল, দীপ ভৌমিকের মতো বহু সাধারণ মানুষ।
advertisement
এলাকাবাসীর অভিযোগ, তিপ্রামোথার সমর্থকেরা এতটাই বেপরোয়া ছিলেন যে, আহতদের উদ্ধার করে বিশালগড় অগ্নি নির্বাপক দফতরের কর্মীরা হাসপাতালে নিয়ে যেতে চাইলে তাঁদেরকেও আটকানোর চেষ্টা করেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেখে সিপাহীজলা জেলা পুলিশের উচ্চপদস্থ অধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান। তারপর কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সহায়তায় আহতদের একে একে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গোটা ঘটনায় পর্যন্ত মোট চারজনকে বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য় পাঠানো হয়। কিন্তু তাঁদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের জিবি হাসপাতালে রেফার করে।