তবে, তৃণমূল কংগ্রেসের তরফে অবশ্য জানানো হয়েছে,কংগ্রেসকে এই সমর্থন একেবারেই ইস্যুভিত্তিক। কারণ, তাঁরা মনে করছেন, রাহুল গান্ধির সাংসদ পদ এভাবে খারিজ করে দেওয়ার বিষয়ে সমস্ত বিরোধীদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করা উচিত।
advertisement
অন্যদিকে, তৃণমূলের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে কংগ্রেস। এবিষয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "যাঁরাই আমাদের সমর্থন করেছেন, তাঁদের প্রত্যেককেই ধন্যবাদ। যাঁরাই গণতন্ত্র এবং সংবিধানকে বাঁচানোর জন্য আমাদের লড়াইয়ে শামিল হবেন, তাঁদের প্রত্যেককেই আমরা স্বাগত জানাই।"
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কাছে নালিশ জানাতে সোজা দিল্লি! এবার মোদি শরণে বঙ্গ বিজেপির সাংসদেরা
২০১৯ এর একটি মামলায় গত বৃহস্পতিবারই রাহুল গান্ধিকে ২ বছরের কারাদণ্ড দেয় গুজরাতের সুরাতের একটি আদালত৷ কংগ্রেস নেতার বিরুদ্ধে অভিযোগ তিনি ওয়ানাদে ভোটপ্রচারে গিয়ে 'মোদি' পদবির অপমান করেছেন৷ এরপরেই গত শুক্রবার, রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ করার কথা ঘোষণা করা হয়৷ তারপর থেকেই রাহুল ইস্যুতে তপ্ত জাতীয় রাজনীতি৷